গেরুয়া আক্রমণে ব্রিগেডিয়ার কন্যা

হেলিকপ্টার দুর্ঘটনার কিছুদিন আগেই একটি অনুষ্ঠানে আশনার কবিতার বই উদ্বোধন করেছিলেন জেনারেল বিপিন রাওয়াত।

Must read

প্রতিবেদন : এবার নেট দুনিয়ায় গেরুয়া আক্রমণের শিকার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত ব্রিগেডিয়ার লখবিন্দর সিং লিড্ডার কিশোরী কন্যা আশনা। উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। যোগীর কাজের কড়া নিন্দা করেছিলেন তাঁর সোশ্যাল মাধ্যমে। তাই তাঁর ব্রিগেডিয়ার বাবার মৃত্যু, দেশের ক্ষতি, সমস্ত ভুলে গিয়ে রে রে করে ওঠে গেরুয়া সমর্থকরা। বারবার প্রোফাইলে রিপোর্ট করা হয়েছিল। ফলে হারিয়ে যায় আশনার প্রোফাইলটি।

আরও পড়ুন-বাধা কেটে চাঙ্গা শীত

জানা গিয়েছে, লখিমপুর খেরিকাণ্ডের পর যোগী প্রশাসনকে ‘নখদন্তহীন বাঘের’ সঙ্গে তুলনা করেছিলেন আশনা। এটাই তাঁর দোষ। ব্রিগেডিয়ারের শেষকৃত্যের সময়ে দৃপ্ত আশনার ছবি ভাইরাল হতেই তাঁর পুরনো সেই ট্যুইট ঘেঁটে যোগী বিরোধী মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মাধ্যমে। তারপরে একাধিকবার রিপোর্ট এবং প্রোফাইল ব্লক। বিরোধীরা বলছেন, এটা নিঃসন্দেহেই বিজেপির আইটি সেলের কাজ। তারাই আক্রমণ করে আশনার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুন-যাদবপুরের কাছের মানুষ

প্রসঙ্গত, হেলিকপ্টার দুর্ঘটনার কিছুদিন আগেই একটি অনুষ্ঠানে আশনার কবিতার বই উদ্বোধন করেছিলেন জেনারেল বিপিন রাওয়াত। তারপরেই এই ঘটনা। একসঙ্গে চলে গেলেন তাঁর বাবা ও সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত।

Latest article