আজ থেকে ফিরবে শীত

হিমেল হাওয়া উধাও। উষ্ণতম ডিসেম্বর।

Must read

প্রতিবেদন : হিমেল হাওয়া উধাও। উষ্ণতম ডিসেম্বর। তাপমাত্রা ছুঁল ২০ ডিগ্রিতে। ১৮ বছর পর যা রেকর্ড। নতুন বছরের আগে শীত পড়বেই না এমন হতাশার মাঝেই আশার বাণী শোনাল হাওয়া অফিস। আজ বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বইবে হিমেল হাওয়া। অনুভূত হবে পৌষের শিরশিরে ভাব।

আরও পড়ুন-মেয়েরাই দেশকে এগিয়ে দিচ্ছে

বৃহস্পতিবার ও শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ফের কমতে শুরু করবে। ১৫ ডিগ্রির নিচে নামবে কলকাতার পারদ। বর্ষশেষেও শীতের আমেজ থাকবে, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, পৌষেও কেন এল না শীত? রেকর্ড বলছে, ২০০৪ সালের পর সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির উপরে উঠল। এর আগে ২০০৪ সালে ২১ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রাও এবারের ডিসেম্বরে অনেকটাই বেশি। ২০১৩ সালে ২৪ ডিসেম্বর সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে।

Latest article