শুরু বইমেলা, চলবে উত্তরবঙ্গ পরিবহণের অতিরিক্ত বাস

এদিনের এই শোভাযাত্রায় মন্ত্রী ও প্রশাসনিক কর্তা, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের বইপ্রেমী বিশিষ্টজনেরা পা মেলান

Must read

সংবাদদাতা, কোচবিহার : ‘বইয়ের জন্য হাঁটুন’। বুধবার এই স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রার মধ্য দিয়ে জেলা বইমেলার উদ্বোধন হল। বইমেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সোনিদেবী জৈন উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয় দিনহাটা সংহতি ময়দান বইমেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

আরও পড়ুন-আজ থেকে ফিরবে শীত

এদিনের এই শোভাযাত্রায় মন্ত্রী ও প্রশাসনিক কর্তা, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের বইপ্রেমী বিশিষ্টজনেরা পা মেলান। বইমেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি বলেন, জেলা বইমেলা ঘিরে বাসিন্দাদের প্রবল আগ্রহ। ভিড়ও হয়। বইমেলার ক’দিন তাই অতিরিক্ত বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। বইমেলায় বাংলাদেশ এবং কলকাতার প্রকাশনী সংস্থার ৮০টি পাবলিশার সহ মোট ১০৬টি স্টল রয়েছে।

Latest article