জুরিখ : ছেলেদের বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এই প্রথমবার বাঁশি মুখে ম্যাচ পরিচালনা করবেন মেয়েরা। আসন্ন কাতার বিশ্বকাপে গোটা দুনিয়া সাক্ষী থাকবে এই অভূতপূর্ব ঘটনার। চলতি বছরের ২১ নভেম্বর কাতারে বসছে বিশ্বকাপের আসর। বৃহস্পতিবার ফিফা তিনজন মহিলা রেফারি এবং তিনজন মহিলা সহকারী রেফারির নাম জানিয়ে দিল।
আরও পড়ুন-শেহবাগের চোখে সৌরভই সেরা
তিন রেফারি হলেন ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপার্ট, রাওয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা। যে তিনজন মহিলা সহকারী রেফারির নাম ফিফা ঘোষণা করেছে, তাঁরা হলেন—ব্রাজিলের নেউজা ব্যাক, মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা এবং আমেরিকার ক্যাথরিন নেসবিট। ফিফা আরও জানিয়েছে, মোট ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল ম্যাচ পরিচালনায় থাকবেন।