মহিলারা আসুন বাসে, অন্যরা ট্রেনে

যত দিন এগোচ্ছে ২১শে জুলাইয়ের শহিদ দিবসকে কেন্দ্র করে জোরদার প্রস্তুতি চলছে কলকাতা থেকে জেলা সর্বত্র।

Must read

প্রতিবেদন : যত দিন এগোচ্ছে ২১শে জুলাইয়ের শহিদ দিবসকে কেন্দ্র করে জোরদার প্রস্তুতি চলছে কলকাতা থেকে জেলা সর্বত্র। দক্ষিণবঙ্গ তো বটেই, এবারে উত্তরবঙ্গ ও জঙ্গলমহল থেকে অনেক বেশি দলীয় কর্মী-সমর্থক আসবেন। কলকাতার কাছের দুই জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকেও প্রত্যেক বছর দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। এবারেও তার ব্যতিক্রম হবে না। তবে এবছর উত্তর ২৪ পরগনা জেলা থেকে দলীয় নেতা-কর্মী-সমর্থকরা ধর্মতলার শহিদ সমাবেশে বেশিরভাগই যাবেন ট্রেনে। যতটা সম্ভব বাস এড়িয়ে যেতেই বলা হয়েছে।

আরও পড়ুন-মার্কিন প্রবাসীদের বিনিয়োগে আহ্বান

তবে বাস অবশ্যই আসবে কিন্তু সংখ্যায় অনেক কম। মহিলাদের নিয়ে বেশ কিছু বাস ধর্মতলামুখী হবে উত্তর ২৪ পরগনা থেকে। সেগুলো অবশ্যই সকাল ন’টা থেকে দশটার মধ্যে পৌঁছে যাবে ধর্মতলায়। প্রত্যেক বছরই দেখা যায় সকাল ন’টা সাড়ে ন’টার পর থেকে ওটা সেন্ট্রাল অ্যাভিনিউ এবং পার্ক স্ট্রিট ছাড়িয়ে জনতার ঢল নামে এবং তখন গাড়ি প্রবেশ করা কার্যত দুঃসাধ্য হয়ে ওঠে। তাই সিদ্ধান্ত ট্রেনে এসে শিয়ালদহ নেমে সেখান থেকে মিছিল করে ধর্মতলামুখী হবেন দলীয় কর্মী-সমর্থকরা। উত্তর ২৪ পরগনার জেলার সভাপতি নির্মল ঘোষ জানালেন, পুরনো দিনের অভিজ্ঞতা থেকেই এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাহলে ৬-৭ কিলোমিটার হেঁটে আসতে হয় সকলকে রোদে-জলে। এবার তাই ট্রেনে আসার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে।

Latest article