রবিবার রাজ্যে মহিলা কনস্টেবল পদের পরীক্ষা, থাকছে অতিরিক্ত বাস ও ট্রেন

রাজ্যে মহিলাদের (Women) নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যে এবার হতে চলেছে বিপুল সংখ্যক মহিলা কনস্টেবল (Constable) নিয়োগ।

Must read

মহিলাদের (Women) নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যে এবার হতে চলেছে বিপুল সংখ্যক মহিলা কনস্টেবল (Constable) নিয়োগ। আগামীকাল ১০ই সেপ্টেম্বর, রবিবার সেই পদের জন্য পরীক্ষা। পরীক্ষার্থীদের ভিড় থাকবে বাসে বা ট্রেনে। এই অবস্থায়, পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য হাওড়া এবং শিয়ালদা শাখায় অতিরিক্ত ট্রেন চালাচ্ছে রেল। রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে রবিবার হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অতিরিক্ত ট্রেন চলবে।

আরও পড়ুন-গার্লস স্কুল এবং হস্টেলগুলিতে সিসিটিভি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষা দফতরের

হাওড়া এবং শিয়ালদা শাখায় গত কয়েক মাস ধরে বেশ কয়েকটি জায়গায় কাজ চলছে। পাওয়ার ব্লক করে বেশ কিছু জায়গায় রেলের কাজ চলছে। তাই বাতিল হচ্ছে বহু ট্রেন।  শনি ও রবিবার বহু ট্রেন বাতিল হচ্ছে তবে কাল এই ঘটনা ঘটলে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে সমস্যা হতে পারে মহিলাদের। পুলিশ সূত্রে খবর, এই বছর মহিলা কনস্টেবল পদের জন্য পরীক্ষা দিচ্ছেন প্রায় দু’লক্ষ পরীক্ষার্থী।

আরও পড়ুন-‘খাবার থালায় ভারতের জাতীয় প্রতীক’ এক্সে সরব সাকেত গোখলে

শুধু তাই নয়, রাজ্য পরিবহণ দফতর পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত বাস চালাবে। সরকারি বাস ছাড়াও বেসরকারি বাস পর্যাপ্ত সংখ্যায় চালানোর জন্য বেসরকারি সংগঠনগুলিকে আবেদন জানিয়েছে রাজ্য পরিবহণ দফতর। চলতি বছরে, মোট ১৪২০ টি শূন্যপদে মহিলা কনস্টেবল নিয়োগ করতে চলেছে রাজ্য পুলিশ। গত এপ্রিল মাসে এই বিজ্ঞপ্তি জারি করা হয়।

Latest article