গার্লস স্কুল এবং হস্টেলগুলিতে সিসিটিভি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষা দফতরের

গত মে মাসের আলোচনার ভিত্তিতে ১৫৯টি সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত মেয়েদের স্কুল এবং ১৫১টি হস্টেলে সিসি ক্যামেরা বসানোর কথা হয়

Must read

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মেইন হস্টেলে ছাত্রের মৃত্যুর ঘটনা সকলের মনেই দাগ কেটেছে। এই ঘটনার পরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হস্টেলে সিসিটিভি (CCTV) বসানোর দাবি উঠেছিল যা নিয়ে মতবিরোধ থেকেই গিয়েছে। এই অবস্থায় স্কুল শিক্ষা দফতর রাজ্যের সমস্ত গার্লস স্কুল এবং গার্লস হস্টেলগুলিতে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর যেন এরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবেই সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা দফতর সূত্রে খবর।

আরও পড়ুন-‘খাবার থালায় ভারতের জাতীয় প্রতীক’ এক্সে সরব সাকেত গোখলে

ওয়েবেলকে এই সিসিটিভি লাগানোর দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত ১৫৯ টি স্কুলে সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ১৫১ টি হস্টেলে সিসিটিভি বসানো হবে। জানা গিয়েছে, সবমিলিয়ে রাজ্যের ১২০০ টি গার্লস স্কুলে সিসিটিভি ক্যামেরা বসানো হবে।

আরও পড়ুন-গানের মেহবুবা

গত মে মাসের আলোচনার ভিত্তিতে ১৫৯টি সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত মেয়েদের স্কুল এবং ১৫১টি হস্টেলে সিসি ক্যামেরা বসানোর কথা হয়। কিন্তু যাদবপুরের ঘটনার পর শিক্ষা দফতর এই কাজ আরো তাড়াতাড়ি কার্যকর করতে চাইছে। শিক্ষা দফতর ইতিমধ্যেই জেলা শাসকদের থেকে প্রতিটি জেলায় গার্লস স্কুল ও হস্টেলের তালিকা চেয়ে পাঠিয়েছে। প্রাথমিক ভাবে এই সমস্ত স্কুলগুলিতে এবং গার্লস হস্টেলগুলিতে সিসিটিভি বসানোর কাজ শুরু করা হচ্ছে।

Latest article