প্রতিবেদন : এবার দেশের গোলন্দাজ বাহিনীতেও অন্তর্ভুক্ত হচ্ছেন মহিলা জওয়ানরা। এপ্রিল মাসেই সেনা অ্যাকাডেমির প্রশিক্ষণ সম্পূর্ণ হবে মহিলা জওয়ানদের। প্রশিক্ষণ পর্ব মিটলেই বেশ কয়েকজন মহিলা জওয়ান যোগ দেবেন গোলন্দাজ বাহিনীতে। এর ফলে ভারতীয় সেনায় শুরু হতে চলেছে এক নতুন ইতিহাস। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহিলা জওয়ানরা ইতিমধ্যেই বায়ুসেনার সর্বোচ্চ প্রশিক্ষণ পেয়েছেন। উড়িয়েছেন অত্যাধুনিক যুদ্ধবিমান।
আরও পড়ুন-পাঞ্জাবিতে স্টিকার, নজর কাড়লেন মন্ত্রী
এই মহিলা জওয়ানরা মূলত ভারতীয় বায়ুসেনার নিরাপত্তা ও বিমানের প্রযুক্তির ক্ষেত্রে কাজ করে থাকেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে গোলন্দাজ বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য চিহ্নিত করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসের শুরুতেই সেনাবাহিনী জানিয়েছিল, এবার গোলন্দাজ বাহিনীতেও মহিলা জওয়ানদের নিয়োগ করা হবে। এ বিষয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছে অনুমোদন চাওয়া হয়েছে। শেষ পর্যন্ত কেন্দ্র ওই প্রস্তাবে অনুমোদন দেয়। এখন গোলন্দাজ বাহিনীতে মহিলাদের যোগদান শুধু সময়ের অপেক্ষা।
আরও পড়ুন-শিবিরেই মিলল স্বাস্থ্যসাথী কার্ড হল অস্ত্রোপচার
বর্তমানে ভারতীয় সেনায় মহিলাদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর অনুমতি নেই। তবে সরাসরি যুদ্ধে না নামলেও সহযোগী গোলন্দাজ বাহিনীতে নারীদের অন্তর্ভুক্তির বিষয়টি ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। ভারতীয় সেনার গোলন্দাজ বাহিনীতে ২৮০টি ইউনিট রয়েছে। রয়েছে অত্যাধুনিক বোফর্স কামান, দূর ও স্বল্প পাল্লার মিসাইল এবং রকেট লঞ্চার।