মিলেমিশে কাজ করুন বীরভূমে,বললেন অভিষেক

অভিষেকও একই কথা বলেন এই চার নেতাকে। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক ভিতকে ধরে রাখার পরামর্শ দেন।

Must read

প্রতিবেদন : সকলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জেলায় দলের কাজ করুন। জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত দলের অন্দরে সমন্বয় বজায় রেখে চলুন। শুক্রবার বীরভূম সাংগঠনিক জেলার সাংগঠনিক পদাধিকারী-বিধায়ক-সাংসদ-ব্লক সভাপতিদের বৈঠকে নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৪টে থেকে ক্যামাক স্ট্রিটের অফিসে বীরভূম জেলার সাংগঠনিক বৈঠক করেন অভিষেক। সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। আগামী পঞ্চায়েত নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ, বীরভূমের নেতাদের সাফ জানিয়ে দিয়েছেন অভিষেক৷

আরও পড়ুন-দিনের কবিতা

এদিন বীরভূমের প্রতিটা ব্লক ধরে কথা বলেন। ব্লকের নেতাদের অভাব-অভিযোগ শোনেন। প্রয়োজনীয় নির্দেশ দেন। জেলার বিধায়ক ও সাংগঠনিক পদাধিকারীদের সঙ্গেও আলাদা করে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সি। বৃহস্পতিবারই বিধানসভায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ(রানা) এই চারজনকে ডেকে নির্দেশ দেন, অনুব্রত এখন নেই, তোমরা চারজন মিলে বাকিদের সঙ্গে নিয়ে জেলা দেখে রাখবে।

আরও পড়ুন-সংবিধান দিবসে ভবনের দ্বারোদ্ঘাটন, অসহিষ্ণুতার অভিযোগ মুখ্যমন্ত্রীর

এদিন অভিষেকও একই কথা বলেন এই চার নেতাকে। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক ভিতকে ধরে রাখার পরামর্শ দেন। কিন্তু কোনও অবস্থাতেই যেন পঞ্চায়েত নির্বাচনে গাজোয়ারি করে ভোট করা না হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি হিসেবে এখন থেকেই মাঠে নেমে পড়তে হবে দলকে। সঙ্গে রাজ্য সরকারের উন্নয়নকে তুলে ধরতে হবে, বার্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

Latest article