সংবাদদাতা, হাওড়া : সাইবার ক্রাইম (Cyber Crime) শুধু পুলিশ প্রশাসন নয়, সাধারণ মানুষেরও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতারণার ফাঁদে পড়ছেন অনেকেই। তাই এই অপরাধপ্রবণতা রুখতে গণসচেতনতা জাগাতে উদ্যোগী হলেন রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়। মূলত তাঁরই উদ্যোগে রবিবার বিকেলে হাওড়ার শরৎ সদনে সাইবার সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। কিছুটা ওয়ার্কশপের ধাঁচে। বিশেষজ্ঞরা বোঝালেন, সাইবার ক্রাইম (Cyber Crime) বিষয়টা ঠিক কী। কেমনভাবে এই অপরাধ ডেকে আনছে গুরুতর সামাজিক সমস্যা। এর থেকে নিস্তার পাওয়ার রাস্তাও বাতলে দিলেন তাঁরা। শ্রোতার ভূমিকায় ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সমবায়মন্ত্রী অরূপ রায় ছাড়াও তৃণমূলের হাওড়া সদরের সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ, প্রাক্তন বিধায়ক লগনদেও সিং, হাওড়া কর্পোরেশনের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, জেলাশাসক মুক্তা আর্য সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। হাজির ছিলেন হাওড়া পুলিশ কমিশনারেটের সাইবার বিশেষজ্ঞ ও পদস্থ পুলিশকর্তারা। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। শুরুতেই একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর সাইবার ক্রাইমের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করে এই ব্যাপারে মানুষকে সচেতনতার দিশা দেখান সাইবার বিশেষজ্ঞরা। পুরো অনুষ্ঠানটি সমবায়মন্ত্রী অরূপ রায়ের ফেসবুক পেজে লাইভ দেখানো হয়। অরূপ রায় বলেন, ইন্টারনেট ব্যবহার বেড়ে সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইমের ঘটনাও বাড়ছে। এই ব্যাপারে মানুষকে সচেতন করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।
আরও পড়ুন: আর মাত্র তিন মাস দূরে শরতের উৎসব