সুস্মিতা মণ্ডল, সুন্দরবন: জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনবাসীর পাশে দাঁড়াতে এগিয়ে এল বিশ্বব্যাঙ্ক। বিগত কয়েক বছর ধরে একাধিক প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়েছে সুন্দরবনে। আগামীতেও বিপর্যয়ের আশঙ্কা করা হয়েছে। সার্বিকভাবে জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনের বাস্তুতন্ত্র ও পরিবেশ ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে বাসিন্দাদের আর্থ সামাজিক পরিস্থিতি খতিয়ে দেখতে বিশ্বব্যাঙ্কের উপমহাদেশীয় দল দু’দিনের সফরে দক্ষিণ ২৪ পরগনার সাগর ও গোসাবার ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখলেন।
আরও পড়ুন-সরকারি কর্মীদের বাড়ল চিকিৎসার ঊর্ধ্বসীমা
সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার সঙ্গে বৈঠক করলেন প্রতিনিধিদলের সদস্যরা। শনিবার বেলায় বিশ্বব্যাঙ্কের উপমহাদেশীয় ডিরেক্টর সিসিল ফুইমেনের নেতৃত্বে পাঁচ সদস্যের দল সাগরে আসেন। গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনে সাগরতটের ভাঙন এলাকা ঘুরে দেখেন। এরপর যান মায়াগোয়ালিনীঘাট এলাকায়। মায়াগোয়ালিনী ঘাট এলাকায় আদিবাসী পরিবারদের পুর্নবাসন ও গৃহনির্মাণ প্রকল্প ঘুরে দেখেন। পরে সুন্দরবনের আর্থ সামাজিক পরিস্থিতির পরিবর্তনে ভাঙন রোধ ও পরিবেশবান্ধব পর্যটন শিল্পের বিকাশ নিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়। বিশ্বব্যাঙ্কের ডিরেক্টর জানান, বাংলাদেশ ও ভারতে অবস্থিত সুন্দরবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আমেরিকার সংস্থা গবেষণা করছে।
আরও পড়ুন-উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, তুফানগঞ্জে নতুন মানসিক হাসপাতাল
সুন্দরবনকে রক্ষা করার জন্য কী কী প্রয়োজন, সেই বিষয়গুলি গবেষণার মাধ্যমে উঠে আসবে। মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, কয়েকবছর আগে বিশ্বব্যাঙ্কের সঙ্গে প্রাথমিক কিছু কথাবার্তা হয়েছিল। পরে আজ আবার বৈঠক হল। আমি কিছু প্রস্তাব দিয়েছি। পুরো বিষয়টি ভারত সরকার ও রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর স্থির হবে। রবিবার বিশ্বব্যাঙ্কের প্রতিনিধিরা গোসাবার ভাঙন কবলিত এলাকার দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেন।