খেলা

আজ শুরু বিশ্বকাপ, দোহায় মুখোমুখি কাতার-ইকুয়েডর

দোহা, ১৯ নভেম্বর : অপেক্ষার অবসান। রবিবাসরীয় সন্ধ্যায় বিশ্বকাপের বোধন। ফুটবলের গ্রেটেস্ট শো অন আর্থ। আগামী একমাস মাঠ মাতাবেন বিশ্ব ফুটবলের সেরা তারকারা। প্রথম দিন আয়োজক কাতার মুখোমুখি লাতিন আমেরিকার জায়ান্ট ইকুয়েডরের। দোহা থেকে ৪০ কিলোমিটার দূরে আল বায়েত স্টেডিয়ামে ভারতীয় সময় রাত সাড়ে ন’টায় ম্যাচ। তার দু’ঘণ্টা আগে সেখানেই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। অংশগ্রহণ করবেন বিশ্বের খ্যাতনামা শিল্পীরা।

আরও পড়ুন-আজ দ্বিতীয় ম্যাচ, বৃষ্টি পিছু ছাড়ছে না ভারতের

ম্যাচ শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানেই স্টেডিয়াম কানায় কানায় ভর্তি থাকার সম্ভাবনা। অন্তত ৬০ হাজার দর্শক উপস্থিত থাকতে পারেন। কলম্বিয়ান পপস্টার শাকিরা বিশ্বকাপ বয়কট করায় উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণ কিছুটা কমেছে। কিন্তু যাঁরা পারফর্ম করবেন, তাঁরাও মঞ্চ মাতাতে তৈরি। ভারতের নোরা ফতেহি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। তাঁর সঙ্গে থাকছেন ব্ল্যাক আয়েড পিস, রবি উইলিয়ামসরা। দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ড বিটিএস-এর জানকুক পারফর্ম করবেন। ব্রিটিশ গায়িকা ডুয়া লিপার নাম শোনা গেলেও তিনি সম্ভবত থাকছেন না। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো উদ্বোধনী বক্তৃতা দেবেন।

আরও পড়ুন-সংশোধনাগারে বাণিজ্যিক পেট্রোল পাম্প

প্রথমবার মধ্য প্রাচ্যে বিশ্বকাপের আসর। কিন্তু কাতারে টুর্নামেন্ট আয়োজন নিয়ে বিতর্ক চলছেই। কেন মানবাধিকার লঙ্ঘন করা কাতারের মতো একটা ছোট দেশকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিয়েই বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে, কাঠগড়ায় তোলা হচ্ছে ফিফাকে। উদ্বোধনী ম্যাচের আগে আবার নতুন বিতর্ক সামনে এসেছে। প্রথম ম্যাচে আয়োজক কাতারকে নাকি গড়াপেটা করে ম্যাচ ছেড়ে দেবে ইকুয়েডর। এমন খবরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। ফিফা বা বিশ্বকাপের আয়োজকদের তরফে চাঞ্চল্যকর এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে শনিবার জানা গিয়েছে, ফিফা উদ্বোধনী ম্যাচের স্বচ্ছতা ইস্যুতে সতর্কবার্তা জারি করেছে। বিশ্বকাপের আগে কাতারকে বাড়তি ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া হয়, এমনও গুরুতর অভিযোগ ফিফার বিরুদ্ধে। এমনকী ক্লোজড-ডোর ওয়ার্ম আপ ম্যাচে নাকি কাতারকে বাড়তি সুবিধাও পাইয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-ছায়া

উদ্বোধনী ম্যাচের দুই দলের তরফেও অভিযোগকে পাত্তা দেওয়া হচ্ছে না। কাতারের স্প্যানিশ কোচ ফেলিক্স সাঞ্চেজ জানিয়েছেন, তাঁরা মাঠের বাইরের বিষয়ে মাথা ঘামাচ্ছেন না। প্রথমবার বিশ্বকাপ খেলার স্বপ্নে বুঁদ কাতার শিবির। ইকুয়েডরকে হারিয়ে অঘটন ঘটানোর আশায় বিশ্বকাপের আয়োজক দেশ। ইকুয়েডরের কোচ গুস্তাভো আলফারো দলের সাম্প্রতিক খারাপ ফর্ম নিয়ে চিন্তিত নন। বরং বিশ্বকাপে চমক দিতে তৈরি। এদিকে, বিশ্বকাপে না থেকেও থাকছে ইতালি। উদ্বোধনী ম্যাচ বাঁশি মুখে পরিচালনা করবেন ইতালীয় রেফারি ড্যানিয়েল অরসাতো। বিতর্কের আবহেই ফুটবলের রাজসূয় যজ্ঞে বল গড়ানোর অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago