বীরবাহা হাঁসদাকে কুরুচিকর মন্তব্যের জেরে শুভেন্দুর বিরুদ্ধে সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ

শুভেন্দু অধিকারী তৃণমূল বিধায়ক তথা আদিবাসী নেত্রী বীরবাহা হাঁসদাকে(Birbaha Hansda) নিশানা করে কুরুচিকর মন্তব্য করেন

Must read

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল বিধায়ক তথা আদিবাসী নেত্রী বীরবাহা হাঁসদাকে(Birbaha Hansda) নিশানা করে কুরুচিকর মন্তব্য করেন আর তার জেরেই উত্তাল রাজ্য রাজনীতি। এই নিয়েই এবার রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সিঙ্গুর(Singur) থানায় লিখিত অভিযোগ দায়ের হল। সিঙ্গুর থানায় শুভেন্দুর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন দুই আদিবাসী যুবক।

আরও পড়ুন-বেলপাহাড়িতে জনসভা সেরে আদিবাসী গ্রামে মুখ্যমন্ত্রী, আশ্বস্ত করলেন সমস্যা সমাধানের

ঠিক কী বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী?
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও প্রকাশ্যে আসে যেখানে শুভেন্দুকে বলতে শোনা যাচ্ছে, “এখানে যারা বসে আছে, এই যে দেবনাথ হাঁসদা ও বিরবাহা হাঁসদা, এরা শিশু। এগুলো আমার জুতার তলায় থাকে।” একজন আদিবাসী নেত্রীর উদ্দেশ্যে শুভেন্দুর এই মন্তব্য স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এই ইস্যুতে মুখ খোলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিরবাহা তো আদিবাসী পরিবারের মেয়ে। একটা সাংস্কৃতিক পরিবারের মেয়ে। তাঁকে যদি কেউ বলে জুতোর নীচে রেখে দেওয়ার মতো, সেটা কি রুচিকর?”

আরও পড়ুন-১০০ দিনের টাকা না দিলে গদি ছাড়ুন, মোদির বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, সম্প্রতি দেশের আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্য রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্ক তৈরি করে। বিষয়টি নিয়ে অবশ্য ক্ষমা চান অখিল। পরে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অখিলের মন্তব্যের জন্য ক্ষমা চান। এরই মাঝে বীরবাহা হাঁসদাকে উদ্দেশ্য করে শুভেন্দুর মন্তব্য বিতর্ক বাড়িয়ে তোলে। এই ইস্যুতেই এবার শুভেন্দুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন দুই আদিবাসী যুবক।

Latest article