‘প্রসন্ন রায়ের বাড়িতেও দিলীপ ঘোষের দলিল পাওয়া গিয়েছে,দিলীপের বাড়িতে কেন তল্লাশি চালানো হল না’ প্রশ্ন অভিষেকের

মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন ডায়মন্ড হারবারের সংসদ

Must read

মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন ডায়মন্ড হারবারের সংসদ।

আরও পড়ুন-বীরবাহা হাঁসদাকে কুরুচিকর মন্তব্যের জেরে শুভেন্দুর বিরুদ্ধে সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ

মঙ্গলবার ডায়মন্ড হারবারে ওই প্রসঙ্গে বলতে গিয়ে নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের প্রসঙ্গ এনেছেন অভিষেক। তিনি বলেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানের সময় অর্পিতার নামে দলিল পাওয়া গিয়েছে। সে কারণে অর্পিতার বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। প্রসন্ন রায়ের বাড়িতেও দিলীপ ঘোষের দলিল পাওয়া গিয়েছে। তা হলে দিলীপের বাড়িতে কেন তল্লাশি চালানো হল না?’’

আরও পড়ুন-বেলপাহাড়িতে জনসভা সেরে আদিবাসী গ্রামে মুখ্যমন্ত্রী, আশ্বস্ত করলেন সমস্যা সমাধানের

ওই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক। তিনি বলেন, কিছু দিন আগে এক সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, যাঁরা দোষী, তাঁরা শাস্তি পাবেন। তা হলে তা সুনিশ্চিত করুন। দিলীপকে কেন গ্রেফতার করা হবে না? আদালতের কাছে প্রশ্ন রাখছি।’’ দিলীপের গ্রেফতারির দাবি নিয়ে যে ভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করলেন অভিষেক, তা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Latest article