প্রতিবেদন: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নিজে তো বটেই, প্রায় সব বিজেপি নেতাই গুজরাত নিয়ে বড়াই করে থাকেন। সে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থাকে মডেল বলে তুলে ধরেন। কিন্তু সেটা যে সম্পূর্ণ ভুয়ো ফের তার প্রমাণ মিলল। গুজরাতের দশম শ্রেণির পরীক্ষার রেজাল্ট (Gujarat Board Result) বের হয়েছে। পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে, মোদি-রাজ্যের ১৫৭টি স্কুলে একটি ছাত্রও দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। ৯৬ হাজার ছাত্রছাত্রী গুজরাতি ভাষাতেই ফেল করেছে। প্রায় ২ লাখ ছাত্রছাত্রী ফেল করেছে অঙ্কে।
আরও পড়ুন- ফের নিম্নমুখী বিদেশি মুদ্রার ভাণ্ডার, নামল ৬০০ বিলিয়ন ডলারের নিচে
গুজরাত সেকেন্ডারি এডুকেশন বোর্ড বা জিএসইবি সদ্য দশম শ্রেণির পরীক্ষার (Gujarat Board Result) ফলাফল প্রকাশ করেছে। চলতি বছর রাজ্যে পাসের সার্বিক হার ৬৪.৬২ শতাংশ। সবচেয়ে কম ৪০.৭৫ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে দাহুদ জেলায়। তবে চমক দেওয়ার মতো তথ্য হল এই যে, মোদির রাজ্যের ১৫৭টি স্কুল থেকে একজন ছাত্র-ছাত্রীও দশম শ্রেণির পরীক্ষায় পাস করতে পারেনি। রাজ্যের ১০৮৪টি স্কুলের ৩০ শতাংশেরও কম ছাত্র-ছাত্রী পাস করেছে। মাত্র ২৭২টি স্কুলের ১০০ শতাংশ পরীক্ষার্থী দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। প্রকাশিত ফলাফল থেকে দেখা গিয়েছে, চলতি বছরে ৬১১১ জন ছাত্র এ-১ ওয়ান গ্রেড পেয়ে পাস করেছে। এ-২ গ্রেড পেয়ে পাস করেছে ৪৪৪৮০ জন। সর্বাধিক বি-২ গ্রেড নিয়ে পাস করেছে ১ লক্ষ ২৭ হাজার ৬৫২ জন। গত বছর পাস করতে না পারে এবারেও পরীক্ষা দিয়েছিল ১ লক্ষ ৬৫ হাজার ৬৯০ জন। এদের মধ্যে মাত্র ২৭৪৪৬ জন এবার পাস করেছে। জিএসইবির এই পরীক্ষার ফলাফলই বুঝিয়ে দিচ্ছে মোদির রাজ্যে শিক্ষা ব্যবস্থার হাল কেমন!