প্রতিবেদন : করোনার প্রকোপ থেকে অনেকটাই মুক্ত হয়েছে রাজ্য। প্রায় স্বাভাবিক হয়ে উঠেছে জনজীবন। এই অবস্থায় রাজ্যের সচিবালয় নবান্নকেও সম্পূর্ণভাবে স্বাভাবিক করতে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্য সরকারি দফতরগুলিকে করোনা পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা হচ্ছে। আগের মতোই সব দফতরে একশো শতাংশ কর্মীর হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন-ঝুলিয়ে রাখা হয়েছে একাধিক কনসেশন, গরিবকে ভাতে মারছে রেল
মঙ্গলবার অর্থ দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় রাজ্যের সব সরকারি এবং আধা সরকারি অফিসে কর্মরত সব কর্মীকে স্বাস্থ্য সুরক্ষায় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময়ে অফিসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। এতদিন সরকারি দফতরে নিয়মিত হাজিরা দিতে হচ্ছিল না কর্মীদের। একটি নির্দিষ্ট রুটিন মেনে চলতে হচ্ছিল। কত শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিসে কাজ চলবে তা বেঁধে দেওয়া হয়েছিল। সেই বিধিনিষেধ ৩১ মার্চ পর্যন্ত কার্যকর ছিল। তাই এবার নতুন নির্দেশিকা দিয়ে দিল সরকার।
আরও পড়ুন-বন্যা এলাকার নতুন মানচিত্র
এবার থেকে আগের মতোই নিয়মিত সকল কর্মীকে অফিসে হাজিরা দিতে হবে। উল্লেখ্য করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় রাজ্য সরকার গত ৩১ মার্চ মধ্যরাত থেকে রাজ্যজুড়ে চলা নৈশকালীন বিধি-নিষেধ প্রত্যাহার করে নিয়েছে। তবে স্বাস্থ্য সুরক্ষায় খোলা স্থানে মাস্ক-স্যানিটাইজার ব্যবহার করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে বুস্টার ডোজের উপরেও জোর দিয়েছে রাজ্য সরকার। সব মিলিয়ে এখন জনজীবন স্বাভাবিক।