বন্যা এলাকার নতুন মানচিত্র

ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার এরিয়া প্রোগ্রাম কর্মসূচির অধীনে বাঁধ নির্মাণ, সংস্কার, ড্রেজিংয়ের মতো কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।

Must read

প্রতিবেদন : আধুনিক প্রযুক্তিতে রাজ্যজুড়ে বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করে নতুন মানচিত্র তৈরির কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার। সেচ দফতরের অনুসন্ধান এবং পরিকল্পনা বিভাগকে মানচিত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনটি বিশেষ সংস্থাকে পুরনো বন্যাপ্রবণ এলাকার ছবির সঙ্গে বর্তমানে উপগ্রহ থেকে তোলা ছবির তুলনা করে আন্তর্জাতিক মানচিত্র তৈরি করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন-উপাচার্য নিগ্রহের রিপোর্ট তলব নবান্নের

সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র জানিয়েছেন, এই মানচিত্র তৈরির সময় গত একশো বছরের বন্যার ইতিহাস, বৃষ্টির তারতম্য, উপগ্রহ ছবির সঙ্গে প্রাচীন তথ্যের তারতম্য বিশ্লেষণ করা হবে। গঙ্গা-সহ বিভিন্ন নদীর ভাঙন ও বন্যা রোধে পরিকাঠামো তৈরি করতে রাজ্য সরকারের দাবি মেনে অর্থ বরাদ্দ করতে কেন্দ্রীয় সরকার সম্মতি দিয়েছে। ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার এরিয়া প্রোগ্রাম কর্মসূচির অধীনে বাঁধ নির্মাণ, সংস্কার, ড্রেজিংয়ের মতো কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।

Latest article