মুম্বইতে স্কুলের ১০৯ জন ছাত্র মিড-ডে মিল খেয়ে অসুস্থ

দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করে শিক্ষার্থীদের অবস্থার খোঁজখবর নেন।

Must read

বুধবার দুপুরের খাবার (Midday meal) খাওয়ার পর খাদ্যে বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে ৬৩ জন মেয়ে সহ একটি বেসরকারি আশ্রম বিদ্যালয়ের ১০৯ জন ছাত্রকে থানে (Thane) জেলার একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ত গাদগে মহারাজ প্রাথমিক ও মাধ্যমিক আশ্রম স্কুল (উপজাতি শিশুদের জন্য আবাসিক স্কুল), যেখানে ঘটনাটি ঘটেছে, সেটি মুম্বাইয়ের (Mumbai) শাহাপুর তালুকের ভাতসাইতে অবস্থিত। বিদ্যালয়টিতে ১ থেকে দশম শ্রেণী পর্যন্ত ২০০ জন শিক্ষার্থী রয়েছে।

আরও পড়ুন-বিজেপি রাজ্যে মা বাবার সামনেই ধ.র্ষিতা নাবালিকা

শাহপুরের তহসিলদার কোমল ঠাকুর জানিয়েছেন যে চারজন ছাত্র ব্যতীত, সবাইকে চিকিৎসার পর শাহাপুরের মহকুমা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজের জন্য খাবার (পোলাও) এবং একটি মিষ্টি (গুলাব জামুন) পরিবেশন করা হয়েছিল, যার ফলে তাদের মধ্যে ১০৯ জন — ৬৩ জন মেয়ে এবং ৪৬ জন ছেলে — বমি শুরু করে। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করে শিক্ষার্থীদের অবস্থার খোঁজখবর নেন। ক্ষতিগ্রস্থ ছাত্রদের পরিবার এবং আত্মীয়রাও হাসপাতালের বাইরে জড়ো হয়েছিল। শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়।

আরও পড়ুন-বিশ্বগুরুর দালাল চক্র

শিশুদের পরিবেশন করা খাবারের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পোলাও এবং গুলাব জামুন থেকে এসেছিল সেই ব্যাপারে নিশ্চিত কিছু জানানো হয় নি। তবে শিক্ষার্থীরা দাবি করেছে যে খাবারগুলি বাইরে থেকে আনা হয়েছিল। স্থানীয় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

 

Latest article