সাগরদিঘিতে ভোটে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Must read

প্রতিবেদন : আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদীঘি বিধানসভার উপনির্বাচনের (Sagardighi By Poll) জন্য ১৭ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। আগামী সপ্তাহের শেষেই এই বাহিনী নির্বাচনী এলাকায় পৌঁছে যাবে বলে রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানা গেছে। এছাড়াও ভোট প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ করতে তিনজন পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। একজন সধারণ পর্যবেক্ষক, একজন বিশেষ পর্যবেক্ষক এবং একজন ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি তাদের রাজ্যে আসার কথা। উল্লেখ্য রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার আকস্মিক প্রয়াণে শূন্য মুর্শিদাবাদের সাগরদিঘি (Sagardighi By Poll) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি ওই কেন্দ্রে ভোট নেওয়া হবে।

আরও পড়ুন-পুরনো সহকর্মীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল

Latest article