পুরনো সহকর্মীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি ও জলপাইগুড়ি : কর্মজীবনের শুরুতে কয়েক মাস জলপাইগুড়িতে কাটিয়ে ছিলেন তিনি। বৃহস্পতিবার জলপাইগুড়ির পুরাতন মসজিদ লেনে পুরনো সহকর্মী অশোক রায়চৌধুরির বাড়িতে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose- Jalpaiguri)। আজ শুক্রবার তিনি জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় যাবেন। তার আগেই দেখা করলেন বন্ধুর সঙ্গে। বৃহস্পতিবার ফুলবাড়ির বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্যেপাল সি ভি আনন্দ বোস।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে ন্যক্কারজনক আক্রমণ বিশ্বভারতীর, ক্ষুব্ধ আশ্রমিক-বুদ্ধিজীবীরা

বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে নামেন রাজ্যপাল (CV Ananda Bose- Jalpaiguri)। সেখান থেকে স্টেট গেস্ট হাউসে গিয়ে বিশ্রাম নিয়ে চলে যান শিলিগুড়ির সংলগ্ন ফুলবাড়ির বাংলাদেশ সীমান্তে। সেখানে বিএসএফের ১৭৬ ব্যাটেলিয়ান গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। এরপরই সীমান্ত পেরিয়ে জিরো পয়েন্ট এলাকা থেকে সীমান্ত সংলগ্ন বাংলাদেশের বাংলাবান্ধা এলাকা দেখেন। আজ শুক্রবার জলপাইগুড়ি পরিদর্শনে আসবেন রাজ্যপাল। কর্মজীবনের শুরুতে কয়েক মাস জলপাইগুড়িতে কাটিয়ে ছিলেন তিনি। জানা গেছে, শুক্রবার সকাল ১১টা নাগাদ অসম মোড়ে মিশনারি অফ চ্যারিটিতে পৌঁছবেন রাজ্যপাল।

Latest article