শ্রীরামপুরে লোহা কারখানায় বিস্ফোরণ, মৃত দুই

Must read

সংবাদদাতা, হুগলি : শ্রীরামপুর থানার (Serampore) দক্ষিণ রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের একটি লোহা কারখানায় বিপুল বিস্ফোরণ, বৃহস্পতিবার সকালে। দুজন শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। চার-পাঁচজন শ্রমিক গুরুতর আহত। তাঁদের শ্রীরামপুর (Serampore) ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকাল দশটা নাগাদ রাজ্যদূরপুর গ্রামপঞ্চায়েতের গণেশ স্টিল ফ্যাক্টরিতে গ্যাসকাটার দিয়ে লোহা কাটার সময় বিকট শব্দ। সেই শব্দ ও বিস্ফোরণের তীব্রতা এত ছিল যে, আশপাশের এলাকা কেঁপে ওঠে। যাঁরা কাজ করেছিলেন, তাঁরা জানান লোহার সেলের মতো দেখতে জিনিস কাটার সময় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই গুইরাম দলুই (৪৮) এবং পঙ্কজ দাস নামে দুই শ্রমিকের মৃত্যু হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের গ্রাম থেকেও অনেকে ছুটে আসেন। আসেন স্থানীয় বিধায়ক অরিন্দম গুইনও। দ্রুত আহতদের হাসপাতালে পাঠানো হয়। অরিন্দম জানান, যেটুকু জানা যাচ্ছে, ওই সময় সেল জাতীয় কোনও জিনিস কাটার সময়েই বিস্ফোরণ ঘটে। সেগুলি ঠিক কী তা বিশেষজ্ঞরা দেখবেন। আমাদের একটাই দাবি যে দুজন মারা গেলেন, তাঁদের পরিবার এবং আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

আরও পড়ুন-পুরনো সহকর্মীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল

Latest article