অগ্নিগর্ভ উজবেকিস্তান

Must read

সরকার-বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ উজবেকিস্তান (Uzbekistan)। গত কয়েকদিন ধরে চলা সংঘর্ষে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনশোর বেশি। প্রায় ৫০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে অশান্তির মূল কেন্দ্র কারাকল্পকস্তান প্রদেশে এক মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছেন সে দেশের (Uzbekistan) প্রেসিডেন্ট শাভকত মিরজিয়োওয়েভ। কারাকল্পকস্তানকে স্বশাসন দেওয়ার অধিকার খর্ব করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেসিডেন্ট। এজন্য সংবিধান সংশোধনের উদ্দেশ্যে তিনি একটি খসড়া প্রস্তাব পেশ করেন এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা কারাকল্পকস্তান প্রদেশ। গত সপ্তাহ থেকেই রাজধানী নুকাসে প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা একাধিক সরকারি ভবন দখল করে নিয়েছে। নিরাপত্তারক্ষীরা বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তাতেই ১৮ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন: চাপে বরিস, ইস্তফা ঋষি সুনক-সহ পাঁচ মন্ত্রীর

Latest article