মুখ্যমন্ত্রী সম্পর্কে দিলীপের কুরুচিকর মন্তব্যের জের: রাজভবন যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

Must read

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) সম্পর্কে দিলীপ ঘোষের মন্তব্যের জেরে তীব্র প্রতিবাদ জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) আগেই ট্যুইট করে বলেন, আপত্তিকর মন্তব্যের জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

আরও পড়ুন: নষ্টামির নাট্যদৃশ্য আরও একবার: ফের বিজেপির টার্গেট বাংলা

দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর (Bengal CM Mamata Banerjee) বিরুদ্ধে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে, আজ বৃহস্পতিবার বেলা ৩টে সময় রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Governor Jagdeep Dhankhar) কাছে যাচ্ছে তৃণমূলের ৮ সদস্যের এক প্রতিনিধি দল। এই দলে রয়েছেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ, তাপস রায়, শশী পাঁজা, সাজদা আহমেদ, মালা রায়, নয়না বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghosh Dastidar)। তাঁরা রাজ্যপালকে স্মারকলিপি দিয়ে হস্তক্ষেপ দাবি করবেন বলে জানা গিয়েছে। দিলীপ ঘোষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের পাশপাশি ক্ষমা চাওয়ার দাবি তুলবেন ধনকড়ের কাছে।

মুখ্যমন্ত্রী সম্পর্কে কী মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ?

দিলীপ ঘোষ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কনক্লেভে বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-বাবার ঠিক নেই।” এই ধরণের মন্তব্যর তীব্র নিন্দা করে তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দাবি, “এই মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে ক্ষমা চাইতে হবে।’’ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “দিলীপ ঘোষ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-বাবার ঠিক নেই। এই ধরণের মন্তব্য নিন্দনীয়। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

Latest article