পুড়ে ছাই ১৮ দোকান

বৃহস্পতিবার কাকভোরে বাগনানে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই ১৮টি দোকান।

Must read

সংবাদদাতা, হাওড়া : বৃহস্পতিবার কাকভোরে বাগনানে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই ১৮টি দোকান। পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টে নাগাদ বাগনান বাস স্ট্যান্ডের কাছে রেজিস্ট্রি অফিসের গলির মধ্যে প্রথমে আগুন লাগে একটি দোকানে। সেখান থেকে দ্রুত আশপাশের ছড়িয়ে পড়ে আগুন। ভস্মীভূত হয়ে যায় অন্তত ১৮টি দোকান।

আরও পড়ুন-বাজেটের আগে বিধায়কদের প্রশিক্ষণ

এর মধ্যে ছিল খাবারের দোকান, কাপড়ের দোকান, মোবাইলের দোকান, চায়ের দোকান, জুতোর দোকান, রেস্টুরেন্ট প্রভৃতি। সেখানকার দোকানদার প্রথমে আগুন দেখতে পেয়ে নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন আয়ত্তে আনলেও ততক্ষণে কমপক্ষে ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর না থকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Latest article