প্রতিবেদন : অরুণাচল প্রদেশের প্রত্যন্ত কুরুং কুমে জেলার চিন সীমান্ত থেকে নিখোঁজ হয়ে গেলেন ১৯ জন শ্রমিক। চিন সীমান্ত সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছাকাছি দামিন এলাকায় একটি সড়ক নির্মাণের কাজে অসম থেকে অরুণাচলে গিয়েছিলেন ওই শ্রমিকরা। এলাকাবাসীর অনুমান, নিখোঁজ শ্রমিকদের সকলেই প্রাণ গিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। শ্রমিকদের উদ্ধারে জোরদার তল্লাশি চলছে। দামিন এলাকাটি রাজধানী ইটানগর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। অসমর্থিত সূত্রে খবর, কুমে নদীতে এক শ্রমিকের মৃতদেহ পাওয়া গিয়েছে।
আরও পড়ুন-‘বাংলা’ প্রস্তাব পেয়েছে কেন্দ্র
অসম থেকে আসা ওই ১৯ জন শ্রমিক যাঁর অধীনে কাজ করছিলেন সেই ঠিকাদার স্থানীয় থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন। ওই ঠিকাদার জানিয়েছেন, গত সপ্তাহে ইদ-উল-আঝহা উদযাপনের জন্য ওই শ্রমিকরা বাড়ি ফিরতে চাইলে তাঁদের ছুটি দেওয়া হয়নি। সে কারণে শ্রমিকরা সম্ভবত রাগ করে পালিয়ে গিয়েছেন। পুলিশের অনুমান জঙ্গল পার হয়ে পালানোর চেষ্টা করতে গিয়েই শ্রমিকরা পথ হারিয়ে নিখোঁজ হয়েছেন। ওই শ্রমিকরা ৫ জুলাই পালিয়ে গিয়েছিল বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ১৩ জুলাই স্থানীয় থানায় নিখোঁজ রিপোর্ট দায়ের করা হয়েছে। কুরুং কুমে জেলার ডেপুটি কমিশনার নিঘি বেঙ্গিয়া বলেছেন, যে ১৯ জন নির্মাণ শ্রমিক পালিয়ে গিয়েছে তাদের এখনও খুঁজে পাওয়া যায়নি। নদী থেকে মেলা একটি মৃতদেহ নিখোঁজ কোনও শ্রমিকের কি না তা যাচাই করে দেখা হচ্ছে।
আরও পড়ুন-তেলেই বিপুল আয় কেন্দ্রের
পুলিশ জানিয়েছে, অসমের লখিমপুরের এক উপ-ঠিকাদারের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের হয়েছে। সংশ্লিষ্ট উপ-ঠিকাদার অসম থেকে শ্রমিকদের নিয়ে এসেছিলেন বলে অভিযোগ। মে মাসের শেষ দিকে ওই শ্রমিকরা অরুণাচল আসেন। কিন্তু কয়েকদিন পর থেকেই আর বাড়ির সঙ্গে আর তাঁদের যোগাযোগ ছিল না। নিখোঁজ শ্রমিকরা অসমের কোকরাঝাড় এবং ধুবড়ি সীমান্ত এলাকার বাসিন্দা।