শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাজিথ

প্রাক্তন সাংবাদিক তথা ক্ষমতাসীন দল এসএলপিপির নেতা দুল্লাস আলাহাপেরুমার সমর্থনে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি।

Must read

প্রতিবেদন : রাত পোহালেই শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট নেওয়া হবে। কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেন বিরোধী দলনেতা তথা এসজেবি পার্টির শীর্ষ নেতা সাজিথ প্রেমাদাসা। প্রাক্তন সাংবাদিক তথা ক্ষমতাসীন দল এসএলপিপির নেতা দুল্লাস আলাহাপেরুমার সমর্থনে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে ট্যুইট করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান সাজিথ। পাশাপাশি সংসদের অধিবেশনেও তিনি লড়াই থেকে সরে আসার কথা ঘোষণা করেন। সাজিথ এদিন বলেন, দেশ ও দেশবাসীর স্বার্থের কথা ভেবেই আমি প্রেসিডেন্ট পদে লড়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আশা করছি এসজেবি এবং প্রতিটি বিরোধী দল এই নির্বাচনে দুল্লাসকেই সমর্থন করবে।

আরও পড়ুন-চিন-অরুণাচল সীমান্তে নিখোঁজ ১৯ শ্রমিক

গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের পরে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন রনিল বিক্রিমসিংঘে। পরবর্তী স্থায়ী প্রেসিডেন্ট নির্বাচন করতে বুধবার ভোট নেওয়া হবে। সাজিথ সরে দাঁড়ানোয় দ্বীপরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনজন লড়াইয়ে আছেন। শাসকদলের পক্ষ থেকে লড়ছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট রনিল। বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসার সমর্থনে লড়ছেন দুল্লাস আলাহাপেরুইমা। আর এক বিরোধী দল ন্যাশনাল পিপলস পাওয়ারের সমর্থনে লড়ছেন অনুরা কুমার দিশানায়েকে।মঙ্গলবারই তিনজনের মনোনয়নপত্র সংসদের অধ্যক্ষ মাহিন্দা আবেবর্ধনের কাছে জমা পড়েছে।

Latest article