তাপপ্রবাহে ছারখার হবে দেশের বহু শহর

Must read

প্রতিবেদন : গত কয়েক দশকে তাপপ্রবাহের (Heat Wave- India-Pakistan) কারণে মৃত্যু হয়েছে কয়েক হাজার মানুষের। তবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে চলেছে আগামী দিনে। সদ্য প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, আগামী কয়েক দশকে ভারতের একাধিক জায়গায় তাপপ্রবাহ এত তীব্র হয়ে উঠবে যে কার্যত ধ্বংসের সম্মুখীন হবে নাগরিক জীবন। ভয়ঙ্কর তাপপ্রবাহের কবলে পড়বে ভারত-পাকিস্তান। ক্ষতিগ্রস্ত হবেন প্রায় ২২০ কোটি মানুষ।
রাষ্ট্রপুঞ্জ এবং আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটির যৌথ রিপোর্টে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতকে (Heat Wave- India-Pakistan) নিয়ে একই আশঙ্কার কথা জানানো হয়েছে। তাপপ্রবাহের রেশ পড়বে পাকিস্তানেও। ভারতের কিছু এলাকায় তাপমাত্রা এমন এক পর্যায়ে পৌঁছতে পারে যেখানে কোনও ভাবেই আর মানিয়ে নিতে পারবে না মানুষ। আবহাওয়াবিজ্ঞানীদের দাবি, বিশ্ব উষ্ণায়ণের জেরে জলবায়ু বদলই এর কারণ। এমন দাবদাহের জন্য দায়ী যথেচ্ছ দূষণ, গাছ কেটে নগরোন্নায়ন ও অত্যধিক তেজস্ক্রিয় বিকিরণ। ছ’টা ঋতুই যেন উধাও হয়ে গিয়েছে ঋতুচক্র থেকে। ২০২৪ সালে আবার এল নিনোর ফিরে আসার সম্ভাবনা প্রবল।
প্রশান্ত মহাসাগরের চিলি ও পেরু উপকূল এবং মহাসাগরের মধ্যাঞ্চলে তৈরি হওয়া সেই ‘এল নিনো’র জেরে এবার কমে যেতে পারে বৃষ্টিপাতের পরিমাণ। ২০১৫ সালে এমন এল নিনোর কব্জায় পড়েছিল ভারত। ২০০৯ সালেও একইভাবে প্রচণ্ড তাপপ্রবাহে কষ্ট পেতে হয়েছিল দেশের মানুষজনকে। ২০২৪ সালে ফের এল নিনোর সতর্কতা জারি হয়েছে।

আরও পড়ুন- নষ্ট একটি চোখ, হুইলচেয়ারে চলাফেরা! দেইফকে খুঁজছে ইজরায়েল

Latest article