কাপুরথালায় নিহঙ্গদের গুলিতে ২ পুলিশ আধিকারিক নিহত, প্রকাশ্যে ভিডিও

খবর পাওয়া মাত্র ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন এবং এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Must read

বৃহস্পতিবার পঞ্জাবের কাপুরথালা (Kapurthala) জেলায় ‘নিহঙ্গদের’ একটি দল পুলিশের উপর গুলি চালালে একজন পুলিশ কনস্টেবল নিহত এবং দু’জন আহত হয়। পুলিশ আধিকারিকরা একটি মামলায় সুলতানপুর লোধিতে কিছু নিহঙ্গদের (প্রথাগত অস্ত্রে সজ্জিত শিখ) গ্রেপ্তার করতে গিয়েছিল তখন ঘটনাটি ঘটেছিল বলে খবর।

আরও পড়ুন-চুক্তি করে ৪ দিনের যুদ্ধবিরতি মধ্যস্থ কাতার, মুক্ত ৫০ পণবন্দি

কাপুরথালার পুলিশ সুপার (হেডকোয়ার্টার) তেজবীর সিং হুন্দাল এই মর্মে বলেন, পুলিশ আধিকারিকরা রাস্তায় দাঁড়িয়ে ছিল যখন নিহঙ্গরা তাদের উপর গুলি চালায়। একজন কনস্টেবল নিহত হলেও অপর দুই কর্মী আহত হয়েছেন। খবর পাওয়া মাত্র ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন এবং এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Latest article