মুম্বই আবাসিকে ব্যাপক অগ্নিকাণ্ড, উদ্ধার ১৩৬

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ২৪ তলা বিল্ডিংয়ের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে এবং সেই সময় বাসিন্দারা ঘুমিয়েছিলেন।

Must read

আজ বৃহস্পতিবার দক্ষিণ মুম্বইয়ের (South Mumbai) এক আবাসনে ভয়াবহ আগুন লাগে। বিএমসি (BMC) দুর্যোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ মুম্বাইয়ের এই অগ্নিকাণ্ডের ফলে ১৩৫ জন বাসিন্দাকে বৃহস্পতিবার ভোরে বিভিন্ন ফ্লোর থেকে উদ্ধার করা হয়েছে। এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ বাইকুলার ঘোড়াপদেবের এমএইচএডিএ বিল্ডিং নম্বর ৩-সি থেকে একটি বিশাল অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ২৪ তলা বিল্ডিংয়ের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে এবং সেই সময় বাসিন্দারা ঘুমিয়েছিলেন।

আরও পড়ুন-কাপুরথালায় নিহঙ্গদের গুলিতে ২ পুলিশ আধিকারিক নিহত, প্রকাশ্যে ভিডিও

একটি বিশাল উদ্ধার অভিযান চালিয়ে, মুম্বাই ফায়ার ব্রিগেড এবং অন্যান্যরা ভবনের উপরের তলায় আটকে পড়া প্রায় ১৩৬ জন বাসিন্দাকে উদ্ধার করতে সক্ষম হয়। তারা ছাদে থাকা ২৫ জনকে, ১৫ তলা থেকে ৩০ জনকে এবং ২২ তলা থেকে ৮০ জনকে সরিয়ে নিয়েছিল। আগুন বৈদ্যুতিক মিটারের কেবিন, আবর্জনা নালীতে কিছু স্ক্র্যাপ এবং রিফিউজ উপাদানের মধ্যে সীমাবদ্ধ ছিল। চার ঘন্টারও বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত ভোরের দিকে আগুন নিভে যায় এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Latest article