বনমন্ত্রীর নির্দেশে ২০টি অক্সিজেন সিলিন্ডার হাসপাতালে

উত্তর ২৪ পরগনার প্রতিটি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের চিকিৎসার জন্য বিশেষ নজর দিতে বলা হয়েছে। হাসপাতালে বাড়ছে ভিড়

Must read

সংবাদদাতা, হাবড়া : বনমন্ত্রীর নির্দেশে হাবড়া পুরসভার উদ্যোগে ২০টি অক্সিজেন সিলিন্ডার পেল হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল। অ্যাডিনো-প্রতিরোধে রাজ্য সরকার ওস্বাস্থ্য দফতর বিশেষ উদ্যোগ নিয়েছে। উত্তর ২৪ পরগনার প্রতিটি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের চিকিৎসার জন্য বিশেষ নজর দিতে বলা হয়েছে। হাসপাতালে বাড়ছে ভিড়।

আরও পড়ুন-লক্ষাধিক শূন্য পদ, যাত্রী পরিষেবা নিয়ে চিন্তায় রেল

এ প্রসঙ্গে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও দলীয় কর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তাই অ্যাডিনো নিয়ে এখনই আতঙ্কের কারণ নেই। হাসপাতালগুলিকে বাড়িতি চাপ নেওয়ার পরিকাঠামো তৈরি করতে বলা হয়েছে। হাসপাতালগুলিও প্রস্তুত। হাবড়া পুরপ্রধান নারায়ণ সাহা বলেন, বনমন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক শিশুদের কথা মাথায় রেখে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার দেওয়ার নির্দেশ দেন। সেই মতো পুরসভা বুধবার হাসপাতালে সিলিন্ডারগুলি পাঠিয়েছে।

আরও পড়ুন-হাথরস গণধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত মাত্র ১, মু​ক্তি পেল​ ৩

এ ছাড়াও হাসপাতালে পরিকাঠামো বাড়ানো ও পরিষেবা ঠিকঠাক দেওয়ার জন্য একটি বৈঠকও হয়েছে বুধবার। সুপার বিবেকানন্দ বিশ্বাস বলেন, ঋতুবদলে শিশুদের জ্বর-সর্দিকাশি শ্বাসকষ্ট হয়। সেটা সবক্ষেত্রে অ্যাডিনো ভাইরাসের জন্য নয়। তবে সকলকে সাবধানে থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়া ঠিক নয়। জ্বর কামানোর জন্য প্যারাসিটামলই যথেষ্ট। প্রথমেই হাসপাতালে ভর্তি নয়। স্বাস্থ্যকেন্দ্র ও স্থানীয় শিশুরোগ বিশেষজ্ঞদের দেখানো উচিত। সমস্যা বাড়লে দ্রুত হাসপাতালে পাঠানোই উচিত।

Latest article