সাংসদের উদ্যোগে কংক্রিটের রাস্তা

এদিন মহুয়া বিষয়টি খতিয়ে দেখেন এবং তাঁর হস্তক্ষেপেই এই রাস্তানির্মাণের কাজ শুরু হয়। গ্রামবাসীরা চাহিদা পূরণের জন্য সাংসদকে ধন্যবাদ জানিয়েছেন।

Must read

সংবাদদাতা, তেহট্ট : দিদির সুরক্ষা কবচের অন্তর্গত ‘অঞ্চলে একদিন’ কর্মসূচি শুরুর দিন থেকেই সক্রিয় নদীয়ার সাংসদ মহুয়া মৈত্র। নিজের কেন্দ্রের মানুষের কাছে গিয়ে রাজ্য সরকারের ১৫টি কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সচেতন করেছেন যাতে তাঁরা তাঁদের প্রয়োজন অনুসারে এগুলির সুবিধে নিতে পারেন।

আরও পড়ুন-বনমন্ত্রীর নির্দেশে ২০টি অক্সিজেন সিলিন্ডার হাসপাতালে

বুধবার মহুয়া তেহট্ট -২ ব্লকের পালসুন্দা-১ গ্রাম পঞ্চায়েতের মানুষদের সঙ্গে দেখা করেছেন এবং সেখানকার জনগণের অভিযোগ শোনার পাশাপাশি সেই অভিযোগের অবিলম্বে প্রতিকারের প্রতিশ্রুতিও দিয়েছেন। কিছুদিন আগে তেহট্ট ব্লক পরিদর্শনের সময়, এলাকার মানুষ একটি কংক্রিটের রাস্তার জন্য অনুরোধ জানিয়েছিলেন। এদিন মহুয়া বিষয়টি খতিয়ে দেখেন এবং তাঁর হস্তক্ষেপেই এই রাস্তানির্মাণের কাজ শুরু হয়। গ্রামবাসীরা চাহিদা পূরণের জন্য সাংসদকে ধন্যবাদ জানিয়েছেন। এক বাসিন্দা বলেছেন, এলাকায় কোনও কংক্রিটের রাস্তা ছিল না। বর্ষাকালে পরিস্থিতি খুব খারাপ হয়। এই রাস্তাটির জন্য আমরা আমাদের সাংসদের কাছে কৃতজ্ঞ।

আরও পড়ুন-লক্ষাধিক শূন্য পদ, যাত্রী পরিষেবা নিয়ে চিন্তায় রেল

মহুয়া জানান, গতবার যখন এসেছিলাম, তখন বলেছিলাম খুব তাড়াতাড়ি রাস্তা তৈরি হবে। আমি অত্যন্ত আনন্দিত যে ব্লকের মানুষকে একটি কংক্রিটের রাস্তা উপহার দেওয়ার কাজটা করতে পেরেছি।

Latest article