প্রতিবেদন : কলকাতা লিগে নাটকীয় জয় ছিনিয়ে নিল ইমামি ইস্টবেঙ্গল। সোমবার নিজেদের মাঠে পুলিশ এসিকে ২-১ গোলে হারিয়েছে বিনো জর্জের দল। তবে এদিন তিন পয়েন্ট পেতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে লাল-হলুদের রিজার্ভ টিমকে। ৮৭ মিনিটে পর্যন্ত ম্যাচের ফল ছিল ১-১। শেষ পর্যন্ত ৮৮ মিনিটে পিভি বিষ্ণুর গোলে স্বস্তি ফেরে।
আরও পড়ুন-জিতল চেন্নাইয়িন, আটকাল বেঙ্গালুরু
এই জয়ের সুবাদে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ ‘বি’-র শীর্ষে ইস্টবেঙ্গল।
দু’দিন আগেই সিনিয়র দল ডার্বি জিতেছে। এদিনও শুরু থেকেই বিপক্ষকে চাপে রেখে ১৫ মিনিটেই গোল করে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। জেসিন টিকের থ্রু থেকে বল পেয়ে আগুয়ান পুলিশ গোলকিপারের পাশ দিয়ে জালে জড়িয়ে দেন অভিষেক কুঞ্জম। কলকাতা লিগে অভিষেকের এটি ছ’নম্বর গোল।
আরও পড়ুন-ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়, কম্পন অনুভূত কলকাতাতেও
কিন্তু ম্যাচ যত গড়িয়েছে, ততই এলোমেলো ফুটবল খেলতে থাকেন লাল-হলুদের ফুটবলাররা। সেই সুযোগে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে পুলিশ। প্রথমার্ধের শেষ দিকে বেশ কয়েকবার লাল-হলুদ রক্ষণকে পরীক্ষার মুখে ফেলেছিলেন পুলিশের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা ফেরায় পুলিশ। বাঁ প্রান্ত থেকে আক্রমণ শানিয়ে মাটিঘেঁষা ক্রস বাড়িয়েছিলেন আশিক খান। ইস্টবেঙ্গলের স্টপার অতুলকে টপকে গোল করেন জগমিত সিং।
আরও পড়ুন-ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়, কম্পন অনুভূত কলকাতাতেও
গোল হজমের পর কিছুটা ছন্নছাড়া ফুটবল খেলছে ইস্টবেঙ্গল। জগমিত আরও একটা সুযোগ হাতছাড়া না করলে, পিছিয়ে পড়তে পারত বিনোর দল। লাল-হলুদ সমর্থকরা যখন পয়েন্ট নষ্ট করার আশঙ্কায় ভুগছেন, ঠিক তখনই বিষ্ণুর গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলে ইস্টবেঙ্গল। ইনজুরি টাইমে অফসাইডের জন্য মহীতোষ রায়ের গোল বাতিল না হলে জয়ের ব্যবধান আরও বাড়ত।