নিরাপদ ব্যাঙ্কের তালিকা প্রকাশ আরবিআইয়ের

Must read

প্রতিবেদন: কষ্ট করে উপার্জন করা টাকা-পয়সা গচ্ছিত রাখার জন্য সবার আগে ব্যাঙ্কের উপরেই ভরসা রাখেন সাধারণ মানুষ। সাম্প্রতিককালে ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্কট প্রতিটি মানুষকেই চিন্তায় ফেলেছে। ক্রমাগত মুদ্রাস্ফীতির ফলে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামছাড়া বেড়েছে। অন্যদিকে দিনে দিনে ব্যাঙ্কের সুদ কমছে। তাই সাধারণ মানুষের সমস্যা আরও বেড়ছে। অনেকেই আর ব্যাঙ্কে টাকা রাখতে চাইছেন না। সম্প্রতি কয়েকটি ব্যাঙ্ক সুদের হার সামান্য বাড়ালেও শেয়ার মার্কেটের অবস্থা থেকে শুরু করে সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক চাঞ্চল্যকর রিপোর্ট দেখে মানুষ আজকাল ব্যাঙ্কে টাকা রাখতে ভয় পাচ্ছেন। তাই এ বিষয়ে জনগণকে আশ্বস্ত করতে এগিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (3 Safest Bank- RBI)। আরবিআই স্পষ্ট জানিয়েছে, কোন কোন ব্যাঙ্কে টাকা রাখা নিরাপদ। এই তালিকায় তিনটি ব্যাঙ্কের নাম উঠে এসেছে। অর্থাৎ কোনও রকমের সমস্যা তৈরি হলে বা অর্থনৈতিক দুরবস্থা এলেও সরকার এবং আরবিআই এই তিনটি ব্যাঙ্ককে নিরাপদে রাখবে। এই মুহূর্তে ভারতে বেসরকারি ব্যাঙ্কের সংখ্যা ২১ এবং সরকারি ব্যাঙ্কের সংখ্যা ১২। ২০২৩ সালের শুরুতে আরবিআই ডোমেস্টিক সিস্টেমিক্যালি ইমপোর্ট্যান্ট ব্যাঙ্কস ২০২২ নামে একটি তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় একটি সরকারি এবং দু’টি বেসরকারি ব্যাঙ্ককে সবচেয়ে নিরাপদ বলে জানানো হয়েছে। সরকারি ব্যাঙ্কটি হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (3 Safest Bank- RBI)। বেসরকারি ব্যাঙ্ক দু’টি হল এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্ক। বর্তমানে সারা দেশে এসবিআইয়ের গ্রাহক সংখ্যা ৪৪ কোটি। দেশের বৃহত্তম এই সরকারি ব্যাঙ্কের সারা দেশে ২২ হাজারেরও বেশি শাখা রয়েছে।

আরও পড়ুন- ৫০০ আসনে বিরোধীদের একজন করে প্রার্থী : নীতীশ

Latest article