৫০০ আসনে বিরোধীদের একজন করে প্রার্থী : নীতীশ

Must read

প্রতিবেদন: নরেন্দ্র মোদি সরকারকে উৎখাত করতে বিরোধী শক্তির ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়াটি শুরু হয়েছিল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Bihar CM Nitish Kumar) এক বৈঠকে। কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপি তথা মোদি সরকারকে হঠাতে ২০২৪-এর লোকসভা নির্বাচনে ৫০০ আসনে বিরোধী জোটের একজন করে প্রার্থী দেওয়ার কথা বললেন জেডিইউ প্রধান নীতীশ। বিহারের মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন, দেশজুড়ে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে বিরোধী দলগুলি যদি একজন করে প্রার্থী দেয় তাহলে মোদি সরকারের পরাজয় নিশ্চিত। কারণ তাতে অবিজেপি ভোট ভাগের সম্ভাবনা কমবে। তাঁরা সেই পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা শুরু করেছেন বলে নীতীশ জানান। সম্প্রতি অবিজেপি বিশেষ করে আঞ্চলিক দলগুলিকে একজোট করার কাজে নেমেছেন নীতীশ (Bihar CM Nitish Kumar)। সেই পরিকল্পনা চূড়ান্ত করার বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি নবান্নে দেখা করে বিশেষ আলোচনা করেছেন। বিরোধীদের ঐক্যবদ্ধ করতে আগামী দিনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনেই চলবেন বলে ইঙ্গিতও দিয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রধানের সঙ্গে বৈঠক করার পরই নীতীশ এসপি নেতা অখিলেশ যাদবের সঙ্গেও কথা বলেছেন. কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধীর সঙ্গেও প্রথমিক কথাবার্তা সেরেছেন এই জেডিইউ নেতা। নীতীশের মতে, বিজেপিকে হারাতে হলে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা ছেড়ে বিজেপি বিরোধী ভোটকে এক জায়গায় আনতে হবে।

আরও পড়ুন- শততম মন কি বাতের নামে আত্মপ্রশংসায় মুখর মোদি!

Latest article