ক্ষুদ্রশিল্প বিকাশে ৩০০ কোটি তৈরি লক্ষাধিক কর্মসংস্থান

Must read

প্রতিবেদন : ক্ষুদ্রশিল্পের (Small scale industries) বিকাশে দেশের শিল্প-ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে খুলে দিলেন লক্ষাধিক কর্মসংস্থানের পথ। ১০ হাজার ক্ষুদ্র শিল্পোদ্যোগীর জন্য মোট ৩০০ কোটি টাকার আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। এই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষুদ্রশিল্পের বিকাশে এত বিশাল অঙ্কের অর্থসাহায্য নিশ্চিত করলেন। ঋণের আবেদন অনুমোদনের ক্ষেত্রে মূল ভূমিকা নেবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। ২৩ অগাস্ট বিশ্ববাংলা মেলাপ্রাঙ্গণে এক অনুষ্ঠানে ১০ হাজার ক্ষুদ্র শিল্পোদ্যোগীর কাছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুযোগ পৌঁছে দেবেন মুখ্যমন্ত্রী। তার আগে ১৮ অগাস্ট এক জরুরি বৈঠকে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং সংশ্লিষ্ট অন্যান্য আধিকারিক। বৃহস্পতিবারই স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির সঙ্গে এক বিশেষ বৈঠকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সাম্প্রতিকতম অবস্থা খতিয়ে দেখেন মুখ্যসচিব। মত বিনিময় করেন ক্ষুদ্রশিল্প দফতরের সচিব রাজেশ পাণ্ডে এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সচিবরাও। লক্ষ্যমাত্রা স্থির হয়েছে, ১০ হাজার ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের আবেদন মঞ্জুর করতে হবে ১৮ অগাস্টের মধ্যেই। জানা গিয়েছে, এ-পর্যন্ত বিভিন্ন ব্যাঙ্কে জমা পড়া মোট ৫২ হাজার আবেদনের মধ্যে ১৪ হাজার আবেদনের প্রাথমিক অনুমোদন মিলেছে। মোট ৬৫ কোটি টাকার ঋণ মঞ্জুর হয়েছে আড়াই হাজার আবেদনপত্রে। দ্রুত অনুমোদনের অপেক্ষায় আরও সাড়ে ৭ হাজার ঋণ। সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর অভূতপূর্ব উদ্যোগ বাংলার ক্ষুদ্রশিল্পের (Small scale industries) বিকাশে খুলে দিল এক নতুন দিগন্ত।

আরও পড়ুন- বাম আমলে উপেক্ষিত রিষড়ার প্রেক্ষাগৃহের আজ উদ্বোধন

Latest article