রাজ্য জুড়ে মহিলা তৃণমূলের ৩৪টি মিছিল

আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লি থেকে বিজেপি সরকারকে হঠাতে হবে।

Must read

প্রতিবেদন : আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লি থেকে বিজেপি সরকারকে হঠাতে হবে। এই লক্ষ্যে আগামী ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে বাংলা জুড়ে মিছিলের ডাক দিল মহিলা তৃণমূল কংগ্রেস। সংগঠনের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৃহস্পতিবার এই ঘোষণা করেন।

রেড রোডের কুচকাওয়াজে এবারের মূল ভাবনা বৈচিত্রের মধ্যে ঐক্য

তিনি বলেন, মহাত্মাজির প্রয়াণ দিবসে আমরা মিছিলের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানাব। দলের প্রতিটি সাংগঠনিক জেলায় এই মিছিল হবে। মিছিলের নাম দেওয়া হয়েছে ‘চলো পাল্টাই’। শহিদ দিবসে এই মিছিল থেকে আমাদের অঙ্গীকার, কেন্দ্রে যে সরকার আছে তাকে আমরা পাল্টাবই। বিভিন্ন সময়ে আমরা দেখেছি, দেশের শাসকদল বিজেপি মহিলাদের সম্মান করতে জানে না। বারবার মহিলাদের অপমান করছে তারা। তিন-তিনবার বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন। তিনি দেশেরও একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বও যেভাবে তাঁর বিরুদ্ধে বিষোদগার করে, তাঁর প্রতি কুরুচিকর মন্তব্য করে আমরা এর তীব্র প্রতিবাদ করছি। সেদিন রাজ্য জুড়ে ৩৪টি মিছিল করব আমরা। সেই চলো পাল্টাই মিছিল থেকে এর বিরুদ্ধে সরব হবেন মহিলা তৃণমূলের কর্মীরা।

Latest article