জ্বলছে মণিপুর, নবান্ন রাজ্যে ফেরালো আরও ৩৫জনকে

Must read

অশান্ত মণিপুর। এই পরিস্থিতিতে পড়ুয়াদের বাংলায় ফিরিয়ে আনছে নবান্ন (Nabanna- Manipur)। মঙ্গলবার রাতে মণিপুরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া ৩৫ পড়ুয়াকে ফেরানো হয়েছে রাজ্যে। কলকাতা বিমানবন্দর থেকে তাঁদের নিজেদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে নবান্নের তরফে। প্রশাসনের তরফে খবর, মঙ্গলবার রাতে মোট ৩৫ জন পড়ুয়াকে মণিপুর থেকে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়। তাঁদের জন্য ইম্ফলে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়। ৩৫ পড়ুয়াদের মধ্যে ১৩ জন মণিপুরের ন্যাশনাল স্পোর্টস বিশ্ববিদ্যালয়, ১৪ জন এনআইটি, ৩ জন ইম্ফর আইআইটি ও ৫ জন আরআইএমএসের পড়ুয়া। ঘরে ফেরা পড়ুয়াদের মধ্যে দার্জিলিং, কোচবিহার, মালদহ, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া দুই ২৪ পরগনা ও কলকাতার বাসিন্দাও রয়েছে।

আরও পড়ুন-কতটা প্রভাব বাংলায়? মোকার সম্ভাব্য ল্যান্ডফল কোথায় জানিয়ে দিল হাওয়া অফিস

প্রসঙ্গত, মণিপুরে অশান্তি ছড়াতেই তৎপর হয়ে ওঠে রাজ্য সরকার। নবান্নের (Nabanna- Manipur) তরফে চালু করা হয় হেল্পলাইন নম্বর। উত্তর-পূর্বের রাজ্যে আটকে পড়া বাংলার ছাত্রছাত্রীদের ঘরে ফেরানোর প্রক্রিয়ায় শুরু করেছিল নবান্ন। এমনকী, মুখ্যমমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে সেফ প্যাসেজ করে দেওয়ার আর্জিও জানিয়েছিলেন। তাঁর চিন্তা ছিল, অনেক পড়ুয়াই মণিপুরের প্রান্তিক এলাকায় থাকেন। যাদের বিমানবন্দরে পৌঁছতেই বেগ পেতে হতে পারে। সব প্রতিকূলতাকে উপেক্ষা করেই মঙ্গলবার রাতে ঘরে ফিরল ৩৫ পড়ুয়া।

Latest article