ঝাড়খণ্ড-বিহার থেকে উদ্ধার ব্যাঙ্ক ডাকাতির ৩০ লক্ষ টাকা,পুলিশি অভিযানে ধৃত ৫ ডাকাত

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : সপ্তাহ দুয়েকের মধ্যেই ফারাক্কা ব্যাঙ্ক ডাকাতি কাণ্ডে বড় সাফল্য মিলল পুলিশের। ১৩ এপ্রিল ডাকাতির ঘটনা ঘটে ফারাক্কার একটি বেসরকারি ব্যাঙ্কে। সেদিনই গ্রেফতার করা হয় অভিযুক্ত ৩ জনকে। এরপর ৩টি দল গড়ে জোরদার তদন্ত শুরু করে জেলা পুলিশ। তদন্তকারী দলে ছিলেন প্রায় ২৪ জন পুলিশ অফিসার। এসপি-র সরাসরি নজরদারিতে তদন্ত চালিয়ে ফের সাফল্য পেল ওই তদন্তকারী দল। এবার বিহার ও ঝাড়খণ্ড (Jharkhand-Bihar) থেকে তারা গ্রেফতার করল আরও ৫ দুষ্কৃতীকে। আগেই ডাকাতির ৫০ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ। বিহার, ঝাড়খণ্ড (Jharkhand-Bihar) থেকে উদ্ধার হল আরও ৩০ লক্ষ টাকা। ৩টি বাইক এবং একটি স্করপিও গাড়িও উদ্ধার করেছে পুলিশ। এই নিয়ে এই ডাকাতি-কাণ্ডে যুক্ত সন্দেহে মোট ৮ জনকে গ্রেফতার করল পুলিশ। ডাকাতির দিনই পাকড়াও হয়েছিল প্রভাকর শিকদার, অরুণ সরকার ও বিশ্বজিৎ রায়। এবার বিহার, ঝাড়খণ্ড থেকে গ্রেফতার হল রাদুল সিংহ, বাঘা পাহাড়িয়া, বাজরংঙ্গি তাঁতি, বিজয় তাঁতি ও শঙ্কর সাহ। এদের তিনজন বিহারের ভাগলপুর জেলার বাসিন্দা। বিহার-ঝাড়খণ্ড থেকে ধৃতদের কাছ থেকে অস্ত্র এবং টাকাও উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, ডাকাতির মাস্টার মাইন্ড কানাইয়া নামে এক ব্যক্তি। জঙ্গিপুর পুলিশ সুপার ডঃ ভোলানাথ পাণ্ডে জানান, জিজ্ঞাসাবাদ চলছে। এই ডাকাতির সঙ্গে যারা যারা যুক্ত, কাউকে আমরা ছাড়ব না। পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ব্যাঙ্কের বাইরে সিসি টিভি ফুটেজের সূত্র ধরেই তদন্ত চালায় পুলিশ। এর পর ব্যাঙ্কে গিয়ে ডাকাতির ঘটনার পুনর্নিমাণও করবে বলে জানিয়েছে জেলার পুলিশ।

আরও পড়ুন: জ্বালানির পর এবার বিমান ভাড়া নিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

Latest article