পাঁচ রাজ্যে ভোটের বাদ্যি কমিশনের

Must read

নয়াদিল্লি : পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election 2022) দিনক্ষণ ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। শনিবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক সুশীল চন্দ্র উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের নির্বাচনের ঘোষণা করেন। এবার উত্তরপ্রদেশে ভোট হবে সাত দফায়। মণিপুরে দুই দফায় এবং পাঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়ায় ভোটগ্রহণ হবে একদফায়। ১০ মার্চ পাঁচ রাজ্যের ভোট গণনা।

করোনার ভয়ে কাঁটা সারাদেশ। প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। বেশিরভাগ রাজ্যেই শুরু হয়েছে নৈশ কারফিউ। এরই মধ্যে ভোট প্রচার থেকে গণনা সর্বত্রই কোভিড বিধি মানা বাধ্যতামূলক, এই সাফাই বাক্যে উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের (Assembly Election 2022) দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। সংবিধান মেনে সময়মতো ভোট করাতে কমিশন বাধ্য বলে বৈঠকের শুরুতেই জানালেন সুশীল চন্দ্র। করোনা পরিস্থিতিতে ভোট প্রচারে ডিজিটাল মাধ্যমকে হাতিয়ার করার জন্য সব দলের কাছে আবেদন জানান তিনি। কমিশন এদিন একগুচ্ছ নির্দেশিকার কথাও শুনিয়েছে। জানিয়েছে, ১৫ জানুয়ারি পর্যন্ত রোড শো, পদযাত্রা, জনসভার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাত ৮টার পর কোনও নির্বাচনী প্রচার করা যাবে না।

আরও পড়ুন-গোয়ায় আরও একটি দলীয় দফতরের উদ্বোধন, কংগ্রেস থেকে তৃণমূলে যোগ তিনবারের কাউন্সিলরের

১৫ জানুয়ারির পর কমিশন পরিস্থিতি পর্যালোচনা করে নতুন নির্দেশিকা জারি করতে পারে। করোনা পরিস্থিতির কারণে ভিড় এড়াতে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১৬ শতাংশ বাড়ানো হয়েছে। একটি কেন্দ্রে সর্বাধিক ১২৫০ জন ভোট দিতে পারবেন ।

করোনা আক্রান্ত, ৮০ বছরের ঊর্ধ্বে এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য দেওয়া হবে পোস্টাল ব্যালটের সুবিধা।

জয়ী প্রার্থীরা কোনও বিজয় মিছিল করতে পারবেন না ।

বাড়ি বাড়ি প্রচারের ক্ষেত্রে সর্বাধিক ৫ জন সঙ্গী নিয়ে যেতে পারবেন প্রার্থী। যাঁরা কোভিড বিধি মানবেন না তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। ভোটের ডিউটিতে থাকা কর্মীদের অবশ্যই টিকার দু’টি ডোজ নিতে হবে। প্রার্থীরা অনলাইনেই মনোনয়নপত্র জমা দিতে পারবেন। পাঁচ রাজ্যের ভোটে মোট ভোটারের সংখ্যা ১৮ লক্ষ ৩৪ হাজার। এবার প্রথমবার ভোট দেবেন ২৯ লক্ষ ৪০ হাজার ভোটার।

ভোটমুখী সব রাজ্যেই টিকাকরণের গতি আরও বাড়াতে হবে।

একনজরে ৫ রাজ্যের ভোট:-

উত্তরপ্রদেশ: ১০ ফেব্রুয়ারি (প্রথম দফা), ১৪ই ফেব্রুয়ারি (দ্বিতীয় দফা), ২০ ফেব্রুয়ারি (তৃতীয় দফা), ২৩ ফেব্রুয়ারি (চতুর্থ দফা), ২৭ ফেব্রুয়ারি (পঞ্চম দফা), ৩ মার্চ (ষষ্ঠ দফা), ৭ মার্চ (সপ্তম দফা)
গোয়া: ১৪ ফেব্রুয়ারি (এক দফা)
পাঞ্জাব : ১৪ ফেব্রুয়ারি (এক দফা)
উত্তরাখণ্ড : ১৪ ফেব্রুয়ারি (এক দফা)
মণিপুর: ২৭ ফেব্রুয়ারি (প্রথম দফা), ৩মার্চ (দ্বিতীয় দফা)

Latest article