৫৫ হাজার শূন্যপদ, রাজ্য নিয়োগে তৈরি

রাজ্যে আরও ৫৫ হাজার চাকরি হবে।

Must read

প্রতিবেদন : রাজ্যে আরও ৫৫ হাজার চাকরি হবে। আদালত নির্দেশ দিলেই শুরু হবে নিয়োগ। বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিলেন, রাজ্যে সব মিলিয়ে ৫৫ হাজার শিক্ষকপদ শূন্য রয়েছে। কোথায় কত শূন্যপদ তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। ব্রাত্য বসু জানিয়েছেন, প্রাথমিক স্কুলে ১১ হাজার ৭৬৫, উচ্চপ্রাথমিকে ১৪ হাজার ৩৩৯, মাধ্যমিকে ১৩ হাজার ৫০০ এবং উচ্চমাধ্যমিকে সাড়ে ৫ হাজার শিক্ষকপদ শূন্য রয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দেওয়া তথ্য অনুযায়ী, সব মিলিয়ে রাজ্যে শূন্য শিক্ষকপদের সংখ্যা ৫৫ হাজার। প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক মিলিয়ে শিক্ষকের মোট শূন্যপদ পূরণে ৫৫ হাজার চাকরি হবে রাজ্যে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে কু.কথা, ক.ড়া জবাব তৃণমূলের

মঙ্গলবার ব্রাত্য বসু বিধানসভায় জানিয়েছিলেন শূন্য পদের সংখ্যা। তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছিল। এদিন তিনিই স্পষ্ট করে দিলেন রাজ্যে শূন্যপদের প্রকৃত তথ্য দিয়ে। বুধবার তিনি সাফ জানান, ‘বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আমি বলেছিলাম শিক্ষকের শূন্যপদ কত, আমার পক্ষে এই মুহূর্তে তা বলা সম্ভব নয়। কারণ প্রতিনিয়ত কেউ না কেউ অবসর নিচ্ছেন। তাই এখন প্রকৃত তথ্য সামনে এনে স্পষ্ট করে দিলাম রাজ্যে শিক্ষা ব্যবস্থার চার স্তরে কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে।’

আরও পড়ুন-সাধ্বীর মিথ্যা.চার সুদীপের জবাব

শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২২ সালে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে যে তথ্য পাঠিয়েছি, সেই তথ্য অনুযায়ী প্রাথমিকে এখন শূন্যপদ ১১,৭৬৫। ইতিমধ্যে ওই পদে নিয়োগ শুরু হয়েছে। উচ্চপ্রাথমিকে ১৪,৩৩৯ শূন্যপদে আদালতের নির্দেশে কাউন্সেলিং চলছে। মাধ্যমিকে ১৩,৫০০-র কিছু বেশি পদে এবং উচ্চমাধ্যমিকে ৫,৫০০-র বেশি পদে আদালতের নির্দেশ পেলেই নিয়োগ শুরু হবে। তিনি জানান, এর বাইরে সামান্য যে পদ খালি পড়ে আছে, বিধানসভায় আমি তাৎক্ষণিকভাবে তা নিয়ে মন্তব্য করেছিলাম।

Latest article