প্রতিবেদন : কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে আট বছরের সাফল্য ফলাও করে প্রচার করছে কেন্দ্রীয় সরকার। মোদি সরকারের এই আট বছরের ‘সাফল্য’-কে সোমবার তীব্র কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। এই আট বছরকে দেশের জন্য ‘লজ্জা’-র সময় বলেই আক্রমণ করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের দাবি, এই আট বছরে জনবিরোধী নীতি, দুর্নীতি এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেশকে শুধু পিছিয়েই দিয়েছে কেন্দ্রের মোদি সরকার।
আরও পড়ুন-সিভিল সার্ভিসে সফল বাংলার ৬
সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ডাঃ শশী পাঁজা। একই সঙ্গে এদিন পিএম কেয়ার্স ফান্ডের দুর্নীতি নিয়েও সরব হন তাঁরা। এদিনই পিএম কেয়ার্স ফান্ড থেকে পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য ঋণ এবং স্কলারশিপ দেওয়া হবে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করে তৃণমূল। শশী পাঁজা বলেন, যদি পড়ুয়াদের সাহায্য করতেই হয় তবে তা সরকারি ভাবে কেন করা হচ্ছে না? চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তোলেন, পিএম কেয়ার্স ফান্ড কি কোনও স্বেচ্ছাসেবী সংস্থা।
আরও পড়ুন-ইসিএলে বিক্ষোভ
কিন্তু স্বেচ্ছাসেবী সংস্থারও তো অডি়ট হয়। তাহলে পিএম কেয়ার্স ফান্ডের অডিট হবে না কেন? এর মধ্যে তো দেশের মন্ত্রী থেকে আমলা সবাই রয়েছেন। এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন তাঁরা। পেট্রোপণ্য ও এলপিজির দাম এই আট বছরে রেকর্ড পরিমাণ বেড়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।