কিরীটেশ্বরী:‌ হবে পুজো, বন্ধ মেলা

করোনা সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে কড়া বিধিনিষেধ চালু হওয়ায় নবগ্রামের কিরীটেশ্বরী মন্দির প্রাঙ্গণে চলা পৌষমেলা বন্ধ ঘোষণা করল মন্দির কমিটি।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর :‌ করোনা সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে কড়া বিধিনিষেধ চালু হওয়ায় নবগ্রামের কিরীটেশ্বরী মন্দির প্রাঙ্গণে চলা পৌষমেলা বন্ধ ঘোষণা করল মন্দির কমিটি। শুধু মন্দিরে পুজো দিতে পারবেন ভক্তেরা। মন্দির সংলগ্ন পৌষমেলার মাঠে সোমবারও কেনাকাটা চলে। ভিড়ও হয়। তারপরই রাজ্য সরকারের নির্দেশ মেনে মঙ্গলবার থেকে মেলা বন্ধ করার কথা ঘোষণা করা হয়।

আরও পড়ুন-মেজাজ হারিয়ে সাংবাদিকের মাস্ক খুলে নিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী!

তবে পুজো দেওয়ার সময় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা নজরদারি চালানো হবে। মন্দিরে প্রবেশপথে স্যানিটাইজার রাখা রয়েছে। জানা গিয়েছে, ৫১ পীঠের অন্যতম সতীপীঠ নবগ্রামের কিরীটেশ্বরী। পুজো দিতে পৌষমাসের প্রতি শনি ও মঙ্গলবার হাজার হাজার ভক্তের সমাগম হয়। মন্দির সংলগ্ন মাঠে এক মাসব্যাপী মেলা বসে। করোনার কারণে গত বছর ভক্ত সমাগম ছিল কম। এবছর পৌষমেলা জমে উঠেছিল। কিন্তু গত কয়েক দিন করোনা বাড়তেই রবিবার বিধিনিষেধ জারি হয়।

Latest article