মুম্বই, ১২ জানুয়ারি : অস্ট্রেলিয়ায় গতবছরের সিরিজ জয়কে ভারতীয় ক্রিকেটের সোনালি অধ্যায় বলে বর্ণনা করলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। সিরিজে পিছিয়ে পড়েও অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন দল ঐতিহাসিক জয় নিয়ে দেশে ফিরেছিল।
অ্যাডিলেডে দিনরাতের প্রথম টেস্টে ভারত ৩৬ রানে অলআউট হওয়ার পরও সিরিজ জিতেছিল ২-১-এ। আর সেটাও কার্যত দ্বিতীয় সারির দল নিয়ে। প্রথম টেস্টের পর দেশে ফিরেছিলেন বিরাট কোহলি। প্রথম দলের আরও কয়েকজন চোটের জন্য সেই সিরিজে ছিলেন না। সানি (Sunil Gavaskar) বলেছেন, ‘‘ভারতীয় ক্রিকেটের সেরা জয়গুলির মধ্যে পড়বে এই অস্ট্রেলিয়ায় সিরিজ জয়।” তিনি বলেন, প্রথম টেস্টে ৩৬ রানে ইনিংস শেষ করার পর এভাবে ঘুরে দাঁড়ানোই বলে দিচ্ছে, কতটা দৃঢ়প্রতিজ্ঞ ছিল এই দল। সানি এজন্য ক্যাপ্টেন, কোচ রবি শাস্ত্রী ও তাঁর সাপোর্ট স্টাফ দলকে কৃতিত্ব দিয়েছেন।
আরও পড়ুন: আরও ৩০-৪০ রান করা উচিত ছিল : পূজারা
প্রাক্তন বিশ্বসেরা ওপেনার আরও বলেছেন, ‘‘নিজেকে খুব ভাগ্যবান মনে হয়েছে এইজন্য যে, আমি তখন অস্ট্রেলিয়ায় ছিলাম। নিজের চোখে এই জয় প্রত্যক্ষ করতে পেরেছি।” ঐতিহাসিক সেই জয়ের একবছর পূর্তি উপলক্ষে একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে সানি একথা বলেছেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কও ভারতীয় দলের প্রশংসা করে বলেছেন, পিছিয়ে পড়েও চাপের মধ্যে থেকে এই জয় সত্যিই অসাধারণ। তিনি এজন্য ভারতীয় বোলিংয়ের প্রশংসা করে বলেন, তাদের বোলিংয়ের বৈচিত্র এই সাফল্যের কারণ। ‘‘তবে প্রথম টেস্টে জেতার পর অস্ট্রেলিয়া হয়তো ধরে নিয়েছিল, তারাই জিতছে।” আরও বলেন ক্লার্ক।