সংবাদদাতা, হাওড়া : কোভিড-বিধি মেনে খুলছে মঙ্গলাহাট (Mangalahat)। তবে বলবৎ থাকবে একাধিক বিধিনিষেধ। প্রত্যেক ক্রেতা ও বিক্রেতাকে মাস্ক পরতেই হবে। স্যানিটাইজার ব্যবহার করতে হবে। প্রত্যেক দোকানদারকে ডবল ভ্যাকসিনের সার্টিফিকেট রাখতে হবে। কোনও দোকানের সামনে ভিড় করা চলবে না। পারস্পরিক দূরত্ববিধি রাখতে হবে। সর্দি, জ্বর, কাশি, হাঁচির উপসর্গ থাকলে মঙ্গলাহাটে আসা যাবে না। প্রতিটি দোকান ভালভাবে জীবাণুমুক্তকরণ করতে হবে। এই সমস্ত নিয়মের অন্যথা হলে প্রশাসন তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পুর বিষয়টি পুলিশ ও প্রশাসন সবসময় নজর রাখবে। সেইসঙ্গে ব্যবসায়ীদের সংগঠনের প্রতিনিধিরাও মঙ্গলাহাটে ঠিকঠাক কোভিড-বিধি মানা হচ্ছে কিনা সেই ব্যাপারে নজরদারি চালাবেন।
আরও পড়ুন – করোনার জের, চার পুরনিগমের ভোট পিছিয়ে ১২ ফেব্রুয়ারি
এদিন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, নগরপাল সি সুধাকর ও পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে কি কি বিধিনিয়ম মানতে হবে তা বিস্তারিতভাবে বুঝিয়ে দেন। ব্যবসায়ীরা ওই সমস্ত কোভিড বিধি পুঙ্খানুখভাবে মেনে চলবেন বলে প্রশাসনকে জানিয়েছেন। উল্লেখ্য কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে মঙ্গলহাট (Mangalahat) বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপরই গত সোমবার ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের এই নিয়ে বৈঠক হয়। সেখানেই শর্তসাপেক্ষে মঙ্গলাহাট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন – রাত জেগে দফতর থেকে নজরদারি জেলাশাসকের
এদিন কি কি নিয়ম মেনে মঙ্গলাহাট ফের চালু করা হবে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী জানান ‘এখান থেকে যাতে কোভিড সংক্রমণ ছড়িয়ে না পারে এবং সেইসঙ্গে এই হাটের সঙ্গে যুক্ত মানুষের রুটিরুজিতেও যাতে কোনও টান না পরে তা নিশ্চিত করেই কোভিড বিধি মেনে মঙ্গলাহাট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ-প্রশাসনের সঙ্গেই হাটের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও বিষয়টির ওপর সবসময় নজর রাখবেন।’ মঙ্গলাহাট চালুর করার বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্তে বেজায় খুশি এখানকার ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতারা।