করোনার জের, চার পুরনিগমের ভোট পিছিয়ে ১২ ফেব্রুয়ারি

জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের বাকি পুরসভাগুলিতে আগের মতোই ২৭ ফেব্রুয়ারি ভোট করতে চায় তারা। সেভাবেই বিজ্ঞপ্তি জারি করা হবে।

Must read

করোনা (Corona) আবহে রাজ্যের আর্জিতে অবশেষে পিছিয়ে গেল চার পুরনিগমের ভোট (Corporation Election)। আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর এবং চন্দননগরে পূর্ব নির্ধারিত ২২ জানুয়ারির পরিবর্তে ভোটগ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের বাকি পুরসভাগুলিতে আগের মতোই ২৭ ফেব্রুয়ারি ভোট করতে চায় তারা। সেভাবেই বিজ্ঞপ্তি জারি করা হবে।

আরও পড়ুন-YouTube থেকে বছরে আয় $৫৪ মিলিয়ন ! জানেন কার ?

তবে চার পুরনিগমের ভোট পিছিয়ে গেলেও নতুন করে আর কোনও মনোনয়ন হবে না এই পুরনিগমগুলিতে। কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশে, রাজনৈতিক দলের মতামত দেখে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এদিন ভোট পিছানোর সিদ্ধান্ত বলেই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন-বঙ্গবিজেপি কি মৃত্যুপথযাত্রী? তথাগতর টুইট নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি

পাশাপাশি কমিশনের পক্ষ থেকে আরও বলা হয়, “আদালতকে সম্মান জানিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ভোটের গণনার দিন এখনও ঠিক হয়নি। সেটা পরে ঠিক করা হবে। নতুন করে প্রচার নিয়ে কিছু সিদ্ধান্ত হয়নি। তবে প্রচারে পূর্ব বিধি-নিষেধ বজায় থাকবে। যা যা কোভিডবিধি ছিল, তাও জারি থাকবে। নিয়ম মেনে এখনও প্রচার করা যাবে। রাজনৈতিক দলগুলি এবং প্রার্থীর প্রচারে কোনও বাধা নেই। জানালেন কমিশনের সচিব। ১২ ফেব্রুয়ারি ভোটের ৭২ ঘণ্টা আগে থেকে প্রচার বন্ধ থাকবে।

Latest article