নয়াদিল্লি : উত্তরপ্রদেশে তৃতীয় দফার ভোট গ্রহণের ঠিক আগেই আর্থিক জালিয়াতির অভিযোগকে হাতিয়ার করে ফের পদ্মশিবিরে কাঁটা ফোটালেন পিলভিটের বিজেপি সাংসদ বরুণ গান্ধী। দেশে বিরাট মাপের ব্যাঙ্ক জালিয়াতি এবং অর্থনৈতিক অপরাধীদের নিয়ে খোঁচা দিলেন মোদি সরকারকে। বিরোধী শিবির যে অভিযোগগুলি করে সেই অভিযোগই খোদ দলীয় সাংসদ করছেন। অথচ মুখে কুলুপ মোদি-যোগীর।
আরও পড়ুন:পুড়ছে বাড়ি
শুক্রবার ট্যুইটে বিজেপি সাংসদ বরুণ অর্থনৈতিক দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম করে বলেন, আশা করি এইসব দুর্নীতির বিরুদ্ধে ‘শক্তিশালী সরকার’ ‘শক্তিশালী পদক্ষেপ’ নেবে। বিজেপি সাংসদের কটাক্ষ, ব্যবসায়ী বিজয় মালিয়া এবং নীরব মোদি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। তদন্তকারী সংস্থাগুলি তাঁদের বিরুদ্ধে ৯,০০০ কোটি এবং ১৪,০০০ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির প্রমাণ পাওয়ার পরেও। ঋষি আগরওয়ালের ২৩,০০০ কোটি টাকার কেলেঙ্কারি সম্প্রতি সামনে এসেছে।
আরও পড়ুন:একসঙ্গে ৩৮ জনকে ফাঁসির সাজা, আমেদাবাদে ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলা
দেশের সর্বকালের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি। যখন ঋণের জ্বালায় দেশে প্রতিদিন ১৪ জন মানুষ আত্মহত্যা করছেন তখন এইসব ব্যক্তি সমৃদ্ধির শিখরে পৌঁছচ্ছেন কীভাবে? উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ বরুণ সাম্প্রতিককালে কেন্দ্রীয় সরকারের বহু নীতির প্রকাশ্যে সমালোচনা করেছেন। কৃষক আন্দোলনের সমর্থন থেকে শুরু করে লখিমপুর খেরির হত্যাকাণ্ডে ক্ষতিপূরণ ও মন্ত্রীপুত্রের কঠোর শাস্তির দাবিতে সরব হন পিলভিটের সাংসদ।