পুড়ছে বাড়ি

কয়েকদিন আগেই ব্রিটেনের এক সংবাদমাধ্যমে মায়ানমারের সেনাপ্রধান জুন্টার বিরুদ্ধে গণহত্যার চাঞ্চল্যকর অভিযোগ ওঠে।

Must read

মায়ানমারে সেনার ভারী বুটের তলায় পিষ্ট গণতন্ত্র। ২০২১-এর ফেব্রুয়ারিতে আং সান সুকির নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী। এক রিপোর্ট থেকে জানা গিয়েছে, ক্ষমতা দখলের এক বছরের মধ্যেই কমপক্ষে সাড়ে চার হাজার বাড়ি গুঁড়িয়ে দিয়েছে মায়ানমার সেনা।

আরও পড়ুন:একসঙ্গে ৩৮ জনকে ফাঁসির সাজা, আমেদাবাদে ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলা

কয়েকদিন আগেই ব্রিটেনের এক সংবাদমাধ্যমে মায়ানমারের সেনাপ্রধান জুন্টার বিরুদ্ধে গণহত্যার চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। সেনা শাসনের প্রতিবাদে দীর্ঘ এক বছর ধরে বিক্ষোভ দেখাচ্ছে মায়ানমারের মানুষ। সেই বিক্ষোভ দমন করতেই জুন্টা বাহিনী নির্বিচার গুলি চালিয়েছে। ইতিমধ্যেই সেনার অত্যাচারে হাজারের ওপর বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, সাগাইং জেলায় ২৫৬৭টি বাড়ি পুড়িয়ে দিয়েছে সেনা। অন্য দুই প্রদেশে যথাক্রমে ৯৭৬ ও ৬২৬টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

Latest article