নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধাচারণ করল না ভারত

রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘ইউক্রেনে ঘটে চলা সাম্প্রতিক ঘটনাক্রমে ভারত খুবই উদ্বিগ্ন ।

Must read

এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। রাষ্ট্রসঙ্ঘের (Russia-United Nations ) নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে গেল না ভারত। ইউক্রেনের প্রতি রুশ আগ্রাসনের বিরুদ্ধে শুক্রবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে যৌথ প্রস্তাব নিয়ে আসে আমেরিকা ও আলবেনিয়া। ন্যাটো সমর্থিত ১১ টি দেশ এই প্রস্তাবে সমর্থন জানায় । কিন্তু ভারত রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয় নি । ভোট দিল না চিন এবং সংযুক্ত আরব আমিরশাহিও।

আরও পড়ুন-যুদ্ধবিরোধী বিক্ষোভ রাশিয়ায়

ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১টা নাগাদ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে এই প্রস্তাব ওঠে। এই প্রস্তাবের সমর্থনে পোল্যান্ড, ইতালি, জার্মানি, এস্টোনিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড-সহ ১১টি দেশ ভোটদান করে। প্রস্তাবের বিরোধিতা করে ভেটো প্রয়োগ করে রাশিয়া। আর এই ভোটদান প্রক্রিয়া থেকে নিজেদের
সম্পূর্ণভাবে সরিয়ে রাখে ভারত। ভোট দেয়নি চিন এবং সংযুক্ত আরব আমিরশাহিও।

আরও পড়ুন-নাইটদের গ্রুপে দিল্লি, মুম্বই, নতুন ফরম্যাটে আইপিএল ২০২২

রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘ইউক্রেনে ঘটে চলা সাম্প্রতিক ঘটনাক্রমে ভারত খুবই উদ্বিগ্ন । মানুষের প্রাণের বিনিময়ে কোন শর্ত বা ঘটনাই সমর্থনযোগ্য নয় । রক্তপাত ও প্রাণহানির বিনিময়ে কোনও সমাধানে এসে পৌঁছনো সম্ভব নয়। কূটনৈতিক আলোচনার পথ বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক বিষয়। আমাদের কূটনীতির রাস্তাতেই ফিরতেই হবে। সেই কারণেই ভোটদান থেকে ভারত বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।’’

Latest article