মুম্বই, ২৯ মার্চ : একটা দল তখনই সাফল্য পায়, যখন টিম স্পিরিট তুঙ্গে থাকে। কোনও বিশেষ একজনের ওপরে নির্ভরশীল না হয়ে দলগতভাবে পারফরম্যান্স করে। আর দলে একতা বাড়ানোর জন্য অভিনব পথ বেছে নিল চেন্নাই সুপার কিংস।
আরও পড়ুন-আয়ুশ আমাদের বেবি এবি : রাহুল
মঙ্গলবার সিএসকের ট্যুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, রবীন উথাপ্পারা সিমেন্ট দিয়ে ইট গাঁথছেন! ঠিক যেমনটা কোনও বাড়ি তৈরির সময় রাজমিস্ত্রিরা করে থাকেন। এই প্রসঙ্গে চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিংয়ের বক্তব্য, ‘‘একজন কোচের কাছে দল গড়ে তোলাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। তাই আমরা টিম বিল্ডিং করছি।’’ ধোনিদের শরীরী ভাষাও বলে দিচ্ছে, এই অভিনব ড্রিল তাঁরা প্রত্যেকেই দারুণ উপভোগ করছেন।
আরও পড়ুন-নাম প্রত্যাহার রুখতে কড়া হচ্ছে বোর্ড আইপিএল
প্রসঙ্গত, গতবারের আইপিএল চ্যাম্পিয়নদের এবারের শুরুটা ভাল হয়নি। কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে অভিযান শুরু করেছে সিএসকে। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে ধোনিদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্ট।