মূল্যবৃদ্ধি নিয়ে উত্তাল উত্তরবঙ্গ

সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মিছিল করলেন ছাত্র-যুবরা। মঙ্গলবার মাথাভাঙা শহরে মহামিছিল করল তৃণমূল যুব কংগ্রেস।

Must read

ব্যুরো রিপোর্ট : কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুবরা। পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে দীর্ঘ মিছিলে পা মেলালেন তৃণমূল সমর্থকরা। তবে জনজীবন সচল রেখে। বামেদের প্রতিবাদ মিছিলের নামে তাণ্ডবে জেরবার হয়েছিল গোটা রাজ্য, কিন্তু তৃণমূল কংগ্রেস শান্তিপূর্ণভাবে মিছিল করেই প্রতিবাদ জানালে মূল্যবৃদ্ধির। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মিছিল করলেন ছাত্র-যুবরা। মঙ্গলবার মাথাভাঙা শহরে মহামিছিল করল তৃণমূল যুব কংগ্রেস।

আরও পড়ুন-টিম স্পিরিট বাড়াতে ইট গাঁথলেন ধোনি

ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় এবং যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী সহ যুব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং বিধানসভায় দলীয় বিধায়কদের ওপর আক্রমণের অভিযোগ তুলে গঙ্গারামপুরে প্রতিবাদ মিছিলে শামিল হল তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব কংগ্রেস। মঙ্গলবার গঙ্গারামপুর কলেজ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে গঙ্গারামপুরের বড়বাজার, নিউমার্কেট, হাই রোড হয়ে চৌপথিতে শেষ হয়।

আরও পড়ুন-আয়ুশ আমাদের বেবি এবি : রাহুল

সেখানে একটি পথসভাও করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায়, গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মৃণাল সরকার, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক কৌশিক সাহা প্রমুখ। প্রতিবাদ মিছিল করে সভা অনুষ্ঠিত হল করণদিঘিতে। এদিন তৃণমূলের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে করণদিঘি হাইস্কুল মাঠ, ব্লক রোড পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পাশাপাশি এদিন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে কেন্দ্র সরকারকে কটাক্ষ করে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন করণদিঘির বিধায়ক।

Latest article